menu-iconlogo
huatong
huatong
avatar

কি করে ভুলি তোমায়-Ki Kore Bhuli Tomay

Bilal Khanhuatong
꧁☆𝐴+𝑅𝐴𝐾𝐼𝐵☆꧂huatong
歌詞
作品
[গান: ভুলতে চাইলেও ভোলা তো যায় না]

[শিল্পী:বেলাল খান]

[আপলোড=রাকিব হাসান]

ভুলতে চাইলেও ভোলা তো যাইনা,

কি করে ভুলি তোমায়.....

মনকে বোঝালেও বুঝতে চাইনা,,

বারণ সে মানে কি আমায়....

ভুলতে চাইলেও ভোলা তো যাইনা,

কি করে ভুলি তোমায়,

মনকে বোঝালেও বুঝতে চাইনা,

বারণ সে মানে কি আমায়,,

আমি একা হতে,হতে তুমি হয়ে যায়,

আমি দুরে যেতে,যেতে কাছে রয়ে যায়,

জুড়ে আছো হৃদয় এ ভুমি,,

প্রিয় ক্ষণে তুমি,নিরজনে তুমি,

তুমি শুধু তুমি,তুমি শুধু তুমি,

হার জিতে তুমি,সুরে গীতে তুমি,

তুমি শুধু তুমি,তুমি শুধু তুমি,

এই...এ..এ...এ....এ..এ

[প্রিয় মানুষটাকে ছাড়া]

আমি ঘিরে তুমি নেই,ভাবতে এ মন,

দিষেহারা হয় সে ডাকে যে মরণ,

হৃদয়ের ধ্বনি তুমি বাতাসেরো গান,

স্বপ্নের সবটুকু তোমারি তো দান,

কতো ভালোবাসি গো,

কতো প্রেমে ভাসি গো,

কি করে তা বোঝাবো.....

প্রিয় ক্ষণে তুমি নিরজনে তুমি,

তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি,

হার জিতে তুমি সুরে গীতে তুমি,

তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি,

লা লা লা লা লা লা

হুম হুম হুম হুম হুম

ওহ ওহ ওহ ওহ ওহ

লা লা লা লা লা লা

[বেঁচে থাকা খুবই কষ্টকর]

জলো রাশি যাচে জল,রাত চাই ঘোর,

আমি চাই তুমি ময় হোক প্রতি ভোর,

তুমি ছাড়া অগোছালো মনেরই শহর,

অনুপমা নিরুপমা তুমি যে দোসর,,

কতো ভালোবাসি গো,

কতো প্রেমে ভাসি গো,

কি করে তা বোঝাবো,

প্রিয় ক্ষণে তুমি নিরজনে তুমি,

তুমি শুধু তুমি,তুমি শুধু তুমি

হার জিতে তুমি সুরে গীতে তুমি,

তুমি শুধু তুমি,তুমি শুধু তুমি

ভুলতে চাইলেও,ভোলা তো যাইনা,

কি করে ভুলি তোমায়....

মনকে বোঝালেও,বুঝতে চাইনা,

বারণ সে মানে কি আমায়...

আমি একা হতে,হতে তুমি হয়ে যায়,

আমি দুরে যেতে যেতে কাছে রয়ে যায়,

জুড়ে আছো হৃদয় এ ভুমি,,

প্রিয় ক্ষণে তুমি নিরজনে তুমি,

তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি,

হার জিতে তুমি সুরে গীতে তুমি,

তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি,

[কেমন লাগলো গানটা?]

[ধন্যবাদ সবাইকে]

更多Bilal Khan熱歌

查看全部logo

猜你喜歡