menu-iconlogo
logo

বসন্ত বাতাসে সইগো

logo
歌詞
বসন্ত বাতাসে সইগো

বসন্ত বাতাসে

বসন্ত বাতাসে সইগো

বসন্ত বাতাসে

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ

আমার বাড়ি আসে সইগো

বসন্ত বাতাসে সইগো

বসন্ত বাতাসে

বন্ধুর বাড়ির ফুল বাগানে

নানান বর্ণের ফুল

বন্ধুর বাড়ির ফুল বাগানে

নানান বর্ণের ফুল

ফুলের গন্ধে মন আনন্দে

ফুলের গন্ধে মন আনন্দে

ভ্রমরা আকুল সইগো

বসন্ত বাতাসে সইগো

বসন্ত বাতাসে

বন্ধুর বাড়ির ফুলের বন

বাড়ির পূর্বধারে

বন্ধুর বাড়ির ফুলের বন

বাড়ির পূর্বধারে

সেথায় বসে বাজায় বাঁশী

সেথায় বসে বাজায় বাঁশী

মন নিলো তার সুরে সইগো

বসন্ত বাতাসে সইগো

বসন্ত বাতাসে

মন নিলো তার বাঁশীর সুর

রূপে নিলো আঁখী

মন নিলো তার বাঁশীর সুর

রূপে নিলো আঁখী

তাইতো পাগল আব্দুল করিম

তাইতো পাগল আব্দুল করিম

আশায় চেয়ে থাকি সইগো

বসন্ত বাতাসে সইগো

বসন্ত বাতাসে

বসন্ত বাতাসে সইগো

বসন্ত বাতাসে

বসন্ত বাতাসে সইগো

বসন্ত বাতাসে

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ

আমার বাড়ি আসে সইগো

বসন্ত বাতাসে সইগো

বসন্ত বাতাসে সইগো

বসন্ত বাতাসে সইগো

বসন্ত বাতাসে সইগো

বসন্ত বাতাসে সইগো

বসন্ত বাতাসে

বসন্ত বাতাসে সইগো Bindu Kona - 歌詞和翻唱