menu-iconlogo
huatong
huatong
avatar

দাও গায়ে হলুদ/শিল্পি মুন/গানপাগলা

বিয়ের গান Uplodby/Ganpaglahuatong
🥷🏻✦[-সোনাই-]✦🥷🏻huatong
歌詞
作品
দাও গায়ে হলুদ

দাও গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেদী

বিয়ার সাজে কন্যারে সাজাও জলদি

বিয়ার সাজে কন্যারে সাজাও জলদি

যেনো রূপ দেখে তার যাই গো মজে শাশুড়ি ননদী,,,

দাও গায়ে হলুদ

দাও গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেদী

বিয়ার সাজে কন্যারে সাজাও জলদি

বিয়ার সাজে কন্যারে সাজাও জলদি

জীবন সোহাগে ভোরে উঠুক তোমার

এমন ভাগ্য বলো হয় ক জনার

জীবন সোহাগে ভোরে উঠুক তোমার

এমন ভাগ্য বলো হয় ক জনার

তার সুখে সুখী থেকো দুঃখে দরদী

যেনো রূপ দেখে তার যাই গো মজে শাশুড়ি ননদী,,,

দাও গায়ে হলুদ

দাও গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেদী

বিয়ার সাজে কন্যারে সাজাও জলদি

বিয়ার সাজে কন্যারে সাজাও জলদি

স্বামীর পায়ের নিচে বেহেস্ত আছে

সেবায় যতনে তারে রেখো পাশে

স্বামীর পায়ের নিচে বেহেস্ত আছে

সেবায় যতনে তারে রেখো পাশে

চিরদিন সুখে থেকো ভাগ্যবতী,,,

যেনো রূপ দেখে তার যাই গো মজে শাশুড়ি ননদী,,,

দাও গায়ে হলুদ,

দাও গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেদী

বিয়ার সাজে কন্যারে সাজাও জলদি

যেনো রূপ দেখে তার যাই গো মজে শাশুড়ি ননদী,,,

দাও গায়ে হলুদ,

দাও গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেদী

বিয়ার সাজে কন্যারে সাজাও জলদি

বিয়ার সাজে কন্যারে সাজাও জলদি

猜你喜歡