menu-iconlogo
huatong
huatong
avatar

Cofee House (Cover Version) by UnKnownNF

Bohubrihihuatong
oudenakenhuatong
歌詞
作品
নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে

নেই তারা আজ কোন খবরে

গ্র্যাণ্ডের গীটারিস্ট গোয়ানীস ডিসুজা

ঘুমিয়ে আছে যে আজ কবরে

কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে

পাগলা গারদে আছে রমা রায়

অমলটা ধুঁকছে দুরন্ত ক্যানসারে

জীবন করে নি তাকে ক্ষমা হায়

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই

লাল লা লাল লা লা লা লা লা, লালা লা লা

সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে

শুনেছি তো লাখ্ পতি স্বামী তার

হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে

গাড়ীবাড়ী সবকিছু দামী তার

আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল

বিজ্ঞাপনের ছবি আঁকতো

আর চোখ ভরা কথা নিয়ে

নির্বাক শ্রোতা হয়ে

ডিসুজাটা বসে শুধু থাকতো ওঃ ওঃ ওঃ

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই

কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ

মুছে যাবে অমলের নামটা

একটা কবিতা তার হলো না কোথাও ছাপা

পেলনা সে প্রতিভার দামটা

অফিসের সোশ্যালে 'অ্যামেচার' নাটকে

রমা রায় অভিনয় করতো

কাগজের রিপোর্টার মঈদুল এসে রোজ

কি লিখেছে তাই শুধু পড়তো ওঃ ওঃ ওঃ

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই

সেই সাত জন নেই আজ টেবিলটা তবু আছে

সাতটা পেয়ালা আজও খালি নেই

একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি

শুধু সেই সেদিনের মালী নেই

কত স্বপনের রোদ ওঠে এই কফি হাউসে

কত স্বপ্ন মেঘে ঢেকে যায়

কত জন এল গেলো, কতজনই আসবে

কফি হাউসটা শুধু থেকে যায়

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই

লা লাল লা লা লালা লা লালা, লা লা লা

লা লাল লা লা লালা লা লালা, লা লা লা

লা লা লা লা লা লা লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা লা লা লা লা লা লা

更多Bohubrihi熱歌

查看全部logo

猜你喜歡

Cofee House (Cover Version) by UnKnownNF Bohubrihi - 歌詞和翻唱