menu-iconlogo
huatong
huatong
avatar

Bulbul Jharni

Bulbulhuatong
মিস্টিম_star63282602huatong
歌詞
作品
এই অসরেতে আছে যত হিন্দু মুসলমান

আমরা সবাই জানায় তাদের আদব ও সালাম।

হাজার রঙের ফুল দেখি এই বাগানে

আকাশেরি সব দারোগা এসেছে নেমে

হাজার রঙের ফুল দেখি এই বাগানে

আকাশেরি সব দারোগা এসেছে নেমে

মানুষের রূপে চার তরোকা চলছে কেমন হয়

তাই তো মোদের উচু মাথা নত হয়ে যায়

নত হয়ে তাই , সালাম ও জানাই।

প্রথমে তে মাথা লড়াই খোদার দরবারে

তারপরে সালাম জানাই খোদার হাবিবে

প্রথমে তে মাথা লড়াই খোদার দরবারে

তারপরে সালাম জানাই খোদার হাবিবে

সভাপতি বিচারপতি আরো শ্রোতাগণ

নত জানু হয়ে মোরা জানাই গো সালাম

জানাই গো সালাম আজ জানাই গো সালাম

পির অলি আল্লার যত আছে জাহানে

মনের কোথায় বাঁধি তাদের প্রেমের বাঁধনে

পির অলি আল্লার যত আছে জাহানে

মনের কোথায় বাঁধি তাদের প্রেমের বাঁধনে

যে শহিদ রক্তে রাঙা আজ কারবালা ময়দান

আজ হৃদয় ভাষা কন্ঠে তাদের জানাই গো সালাম

আজ জানাই গো সালাম আজ জানাই গো সালাম

更多Bulbul熱歌

查看全部logo

猜你喜歡