চোখ লাল কিসের, পিরিতের বিষে নাকি অন্তরের দোষে
চোখ লাল কিসের, পিরিতের বিষে নাকি অন্তরের দোষে
সুযোগ পাইয়া বন্ধু তোমায় মারল বিষে বিষে
সুযোগ পাইয়া বন্ধু তোমায় মারল বিষে বিষে
চোখ লাল কিসের, পিরিতের বিষে নাকি অন্তরের দোষে
চোখ লাল কিসের, পিরিতের বিষে নাকি অন্তরের দোষে
তোমার মাঝে তুমি থাইকা কারো কর খোঁজ
এত ব্যাথা পাইয়া তবু রই আছো অবুঝ
তোমার মাঝে তুমি থাইকা কারো কর খোঁজ
এত ব্যাথা পাইয়া তবু রই আছো অবুঝ
দুঃখ কেন পাও তবু তারে ভালোবেসে
দুঃখ কেন পাও তবু তারে ভালোবেসে
আরে চোখ লাল কিসের,
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে
চোখ লাল কিসের, পিরিতের বিষে নাকি অন্তরের দোষে
তুমি এত সরল থাকো, করোল তোমায় চেনে
ছদ্মবেশে তোমার সকল ভেতর বাহির জানে
তুমি এত সরল থাকো, করোল তোমায় চেনে
ছদ্মবেশে তোমার সকল ভেতর বাহির জানে
তার মতন না চলিলে যাইবা তুমি ফেঁসে
তার মতন না চলিলে যাইবা তুমি ফেঁসে
চোখ লাল কিসের, পিরিতের বিষে নাকি অন্তরের দোষে
চোখ লাল কিসের, পিরিতের বিষে নাকি অন্তরের দোষে
প্রথম প্রথম সাধের পিরিত কয়দিন হয় জালা
এখন যেন এমন পিরিত না করিলেই বালা
প্রথম প্রথম সাধের পিরিত কয়দিন হয় জালা
এখন যেন এমন পিরিত না করিলেই বালা
কেউ বোঝেনা কন্যের সাহায্য রক্ত জলে মিশে
কেউ বোঝেনা কন্যের সাহায্য রক্ত জলে মিশে
আরে চোখ লাল কিসের,
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে
চোখ লাল কিসের, পিরিতের বিষে নাকি অন্তরের দোষে
(ধন্যবাদ-deut786)