বরতে আইলো বরনী কন্যা
বরতে নাহি জানে
হালকা মাঞ্জা ঢুলাইয়া ঢালাইয়া
বেড়ায় সাগর পানে- না রে
বরতে আইলো বরনী কন্যা
বরতে নাহি জানে
হালকা মাঞ্জা ঢুলাইয়া ঢালাইয়া
বেড়ায় সাধুর পানে-না রে..
এতদিন আছিলা রে হলদি
গেরস্থের পালানে,
আজ কেন আইলা রে হলদি
বেহুলার বরণে-না রে
এতদিন আছিলা রে মেন্দি
মালির ও বাগানে,
আজ কেন আইলা রে মেন্দি
বেহুলার বরণে-না রে
এতদিন আছিলা রে শাড়ি
গাউছিয়ার দোকানে,
আজ কেন আইলা রে শাড়ি
বেহুলার পরনে- না রে।
এতদিন আছিলা রে ঘুমটা
গাউছিয়ার দোকানে,
আজ কেন আইলা রে ঘুমটা
বেহুলার বরণে- না রে
বরতে আইলো বরনী কন্যা
বরতে নাহি জানে,
হালকা মাঞ্জা ঢুলাইয়া ঢালাইয়া
বেড়ায় সাগর পানে- না রে
হালকা মাঞ্জা ঢুলাইয়া ঢালাইয়া
বেড়ায় সাগর পানে- না রে