menu-iconlogo
huatong
huatong
avatar

দুঃখে আমার জীবন গাঁথা

Emon Khanhuatong
snowboardbabehuatong
歌詞
作品
গান দুঃখে আমার জীবন গাঁথা

শিল্পী ইমন খান

দুঃখে আমার জীবন গাঁথা

কেউ বুঝেনা মনের ব্যথা

দুঃখ ছাড়া এই কপালে

সুখ লেখেনি ওই বিধাতা

দুঃখে আমার জীবন গাঁথা

কেউ বুঝেনা মনের ব্যথা

দুঃখ ছাড়া এই কপালে

সুখ লেখেনি ওই বিধাতা

ভালোবেসে ছিলাম যারে....ও.ও.ও

ভালোবেসে ছিলাম যারে

সেও গেছে ছেড়ে

বলে দাও গো বিধি আমি

বাঁচবো কেমন করে

বলে দাও গো বিধি আমি, বাঁচবো কেমন করে

গানটি সম্পুর্ণ হলে একটা

লাইক দিবেন

অনেক ভালোবেসেও আমি পাইনি ভালোবাসা

আঘাত পেয়ে মরে গেছে মনের যত আশা

একটু অপেক্ষা করুন

অনেক ভালোবেসেও আমি পাইনি ভালোবাসা

আঘাত পেয়ে মরে গেছে মনের যত আশা

সেই কারণে দিন রজনী.....ও.ও.ও

সেই কারণে দিন রজনী

চোখের পানি ঝরে

বলে দাও গো বিধি আমি বাঁচবো কেমন করে

বলে দাও গো বিধি আমি বাঁচবো কেমন করে

আরো নতুন নতুন গান পেতে

আমার সাথে থাকুন

নাম ঠিকানা নাইরে জানা কোথায় সুখের বাড়ি

দুঃখ আমার সঙ্গে থাকে হয়না ছাড়া ছাড়ি

একটু অপেক্ষা করুন

নাম ঠিকানা নাইরে জানা কোথায় সুখের বাড়ি

দুঃখ আমার সঙ্গে থাকে হয়না ছাড়া ছাড়ি

দুঃখ আমায় ছাড়বে বুঝি.....ও.ও.ও

দুঃখ আমায় ছাড়বে বুঝি

যখন যাব মরে

বলে দাও গো বিধি আমি বাঁচবো কেমন করে

বলে দাও গো বিধি আমি বাঁচবো কেমন করে

দুঃখে আমার জীবন গাঁথা

কেউ বুঝেনা মনের ব্যথা

দুঃখ ছাড়া এই কপালে

সুখ লেখেনি ওই বিধাতা

ভালোবেসে ছিলাম যারে....ও.ও.ও

ভালোবেসে ছিলাম যারে

সেও গেছে ছেড়ে

বলে দাও গো বিধি আমি

বাঁচবো কেমন করে

বলে দাও গো বিধি আমি, বাঁচবো কেমন করে

বলে দাও গো বিধি আমি

বাঁচবো কেমন করে

বলে দাও গো বিধি আমি, বাঁচব কেমন করে

সমাপ্ত

更多Emon Khan熱歌

查看全部logo

猜你喜歡