আমার ঘুম পারানি বন্ধু তুমি
কোন আসমানের তারা
কোন আসমানে জোছনা বিলাও
এই আসমান টা ছাড়া •
আমার ঘুম পারানি বন্ধু তুমি
কোন আসমানের তারা
কোন আসমানে জ্যোৎস্না বিলাও
এই আসমান টা ছাড়া
ঘুনে ধরে কাঁচা বাসে প্রেম অবুঝ মনে
ষোল আনাই দুঃখ দিলা চাইরানার জীবনে
মেঘের মতন
মেঘের মতোন উড়ে উড়ে
অন্তর টারে খালি করে করলা দিশাহারা
আমার ঘুম পারানি বন্ধু তুমি
কোন আসমানের তারা
কোন আসমানে জ্যোৎস্না বিলাও
এই আসমান টা ছাড়া
আমার ঘুম পারানি বন্ধু
তুমি কোন আসমানের তারা •
হু জল কাঁদে ঢেউয়ে ঢেউয়ে
পরান কাঁদে একা
জল কাদে ঢেউয়ে ঢেউয়ে
পরান কাঁদে একা
কি আশা তে বুক বাসাইলাম
অন্তর কাঁদে খা খা •
আমার পাঁজর ভেঙে চুরে
হৃদয় থেকে গেলে সরে
করলা পাগল পারা
আমার ঘুম পারানি বন্ধু তুমি
কোন আসমানের তারা
কোন আসমানে জ্যোৎস্না বিলাও
এই আসমান টা ছাড়া
আমার ঘুম পারানি বন্ধু •
তুমি কোন আসমানের তারা •
হু ফুল ফোটে শাখায় শাখায়
ব্যথা ধরে বুকে
ফুল ফোটে শাখায় শাখায়
ব্যথা ধরে বুকে
কি প্রেমেতে মন মাতাইলা অশ্রু ঝরে চোখে
আমার আসমান করে আন্ধার
সুখের নিদ্রা হ বেকি তোমার
বন্ধু আমায় ছাড়া
আমার ঘুম পারানি বন্ধু তুমি
কোন আসমানের তারা
কোন আসমানে জ্যোৎস্না বিলাও
এই আসমান টা ছাড়া
ঘুনে ধরে কাঁচা বাঁশে প্রেম অবুজ মনে
ষোল আনাই দুঃখ দিলা
চাইর আনার জীবনে
মেঘের মত অ অ অন
মেঘের মতন উড়ে উড়ে
অন্তর তারে খালি করি করলা দিশাহারা
আমার ঘুম পারানি বন্ধু তুমি
কোন আসমানের তারা
কোন আসমানে জোছনা বিলাও
এই আসমান টা ছাড়া
আমার ঘুম পারানি বন্ধু
তুমি কোন আসমানের তারা
আল্লাহ হাফেজ