menu-iconlogo
huatong
huatong
avatar

ভিতর কান্দে সখি আমার তোমার লাগি

F A Sumonhuatong
funpantshuatong
歌詞
作品

FROM T S S GROUP

ভেতর কান্দে সখি আমার,

তোমার লাগি দেখলা না

আর কতকাল রাখবা তোমার

মন বিবাগী বুঝলাম না

তোমার মনের মণিকোঠায়

দাওনা আমায় একটু ঠাই

তোমার মনের মণিকোঠায়

দাওনা আমায় একটু ঠাই

মন আর মানে না

ভেতর কান্দে সখি আমার,

তোমার লাগি দেখলা না

আর কতকাল রাখবা তোমার

মন বিবাগী বুঝলাম না

FROM T S S GROUP

মনের মন্দিরে তোমারি পূজা

দিবানিশি তে তোমাকে খোঁজা

দিবানিশি তে তোমাকে খোঁজা

তোমাকে ডাকা যতনে রাখা

তুমি ছাড়া পাগল পারা

মন উদাসী তুমি জাননা

ভেতর কান্দে সখি আমার,

তোমার লাগি দেখলা না

আর কতকাল রাখবা তোমার

মন বিবাগী বুঝলাম না

FROM T S S GROUP

চোখের আরশিতে তোমারই যে বাস

তোমারই সে প্রেম মনে করি চাষ

তোমারই সে প্রেম মনে করি চাষ

সজনী হয়ে পাঁজর ছুঁয়ে

তুমি তুমি তোমাকে চাই

তুমিহীনা বাঁচিনা

তুমি তুমি তোমাকে চাই

তুমিহীনা বাঁচিনা

ভেতর কান্দে সখি আমার,

তোমার লাগি দেখলা না

আর কতকাল রাখবা তোমার

মন বিবাগী বুঝলাম না

তোমার মনের মণিকোঠায়

দাওনা আমায় একটু ঠাই

মন আর মানে না……

ভেতর কান্দে সখি আমার,

তোমার লাগি দেখলা না

আর কতকাল রাখবা তোমার

মন বিবাগী বুঝলাম না

তোমার মনের মণিকোঠায়

দাওনা আমায় একটু ঠাই

মন আর মানে না……

ধন্যবাদ সবাইকে

更多F A Sumon熱歌

查看全部logo

猜你喜歡