সকল আপলোডার এর পক্ষ থেকে
আপনাদের কে বুক ভরা ভালোবাসা
ও ঈদের শুভেচ্ছা
ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে,শোন
আসমানী তাগিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে,শোন
আসমানী তাগিদ।
তোর সোনা দানা,বালাখানা
সব রাহে লিল্লাহ
তোর সোনা দানা,বালাখানা
সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা
মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
দে যাকাত, মুর্দা
মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ।
তুই আপনাকে আজ বিলিয়ে দে,শোন
আসমানী তাগিদ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন
সেই সে ঈদগাহে
আজ পড়বি ঈদের নামাজ রে মন
সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ।
তুই আপনাকে আজ বিলিয়ে দে,শোন
আসমানী তাগিদ।
আজ ভুলে যা তোর দোস্ত দুশমণ,
হাত মেলাও হাতে
আজ ভুলে যা তোর দোস্ত দুশমণ,
হাত মেলাও হাতে
তোর প্রেম দিয়ে কর বিশ্ব
নিখিল ইসলামে মুরিদ।
তোর প্রেম দিয়ে কর বিশ্ব
নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ।
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন
আসমানী তাগিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ।
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন
আসমানী তাগিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ।
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন
আসমানী তাগিদ।