হাতে আমার নেশার বোতল চক্ষু দুইটা লাল
কার ঠোঁটের আজ পরশ পাইয়া হয় প্রিয়ার সকাল
হাতে আমার নেশার বোতল চক্ষু দুইটা লাল
কার ঠোঁটের আজ পরশ পাইয়া হয় প্রিয়ার সকাল
ঘর টা আমার ধোঁয়ায় ভরা, বিষাক্ত এক ঘ্রাণ
ধোঁয়ার সাথে হয়না আড়ি, হয়না অভিমান
আইজ আবেগ দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি
মাতাল হইয়া প্রিয়ার খোঁজে পাড়ি জমাইছি,
আইজ আবেগ দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি
মাতাল হইয়া প্রিয়ার খোঁজে পাড়ি জমাইছি
দিয়াশলাই আর গাঁজার ঠোংগা আমার বিছানায়
কালো সাদা ধোঁয়া এখন হাসায় আর কাঁদায়
দিয়াশলাই আর গাঁজার ঠোংগা আমার বিছানায়
কালো সাদা ধোঁয়া এখন হাসায় আর কাঁদায়
রোজ স্মৃতি গুলা নারে কড়া মনের ও দরজায়,
বন্ধ ঘরে কেউ শোনে না বুক ফাটা চিৎকার
আইজ আবেগ দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি
মাতাল হইয়া প্রিয়ার খোঁজে পাড়ি জমাইছি,
আইজ আবেগ দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি
মাতাল হইয়া প্রিয়ার খোঁজে পাড়ি জমাইছি,
আইজ আবেগ দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি
মাতাল হইয়া প্রিয়ার খোঁজে পাড়ি জমাইছি