
Bahir Bole Dure Thakuk
বাহির বলে দুরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দুরে থাকুক
বাহির বলে আসুকনা
ঢেউ জানা এক নদীর কাছে
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকো ভাসাই
ভাসাই করে ভাসাই না.
না ডুবায়, না ভাসায়.
না ভাসাই না ডুবাই
বাহির বলে দুরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দুরে থাকুক
বাহির বলে আসুকনা
জল ডাকে আগুনও টানে
আমি পড়ি মধ্যেখানে
দুই দিকে দুই খন্ড হয়ে
যাই আবার যাই না.
না নিভাই, না জালাই.
না জালাই না নিভাই
বাহির বলে দুরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দুরে থাকুক
বাহির বলে আসুকনা...
Bahir Bole Dure Thakuk Habib Wahid - 歌詞和翻唱