menu-iconlogo
huatong
huatong
avatar

তোর পিরিতে লাগলো চোঁখে ঘোর কনক চাঁপা/ সুবির নন্দী

Hafiz Uddinhuatong
❤⃝🕊HAFIZ-UDIN2❤⃝🕊𝐂🎻Shuatong
歌詞
作品
কথাঃ কবির বকুল

সুরঃ ইমন সাহা

মেঃ তোর পিরিতে লাগলো চোখে ঘোর

তোর, প্রতি অঙ্গ লাগি কান্দে

প্রতি অঙ্গ মোর

বন্ধুরে আউলা ঝাউলা কইরা দিলারে

বন্ধুরে আউলা ঝাউলা কইরা দিলারে।

ছেঃ তোর পিরিতে লাগলো চোখে ঘোর

তোর, প্রতি অঙ্গ লাগি কান্দে

প্রতি অঙ্গ মোর

সখিরে পাগল পাগল কইরা দিলারে

মেঃ বন্ধুরে আউলা ঝাউলা কইরা দিলারে।

ছেঃ ঢলো ঢলো যৌবন টা তোর

রসে টই টুমবুর

ঘামের গন্ধ্য লাগলে নাকে

নেশায় হইরে চুড়।

মেঃ সেই নেশাতে মাতাল হইয়া

করনা একটু ভুল

শিথিল হোকনা শঙ্খ খোপা

ঝরুক কাঞ্চা ফুল

ভাঙুক চুড়ি ছিঁড়ুক শাড়ি

কলঙ্কিনী কইরা দে না রে

ছেঃ সখিরে মাতাল মাতাল কইরা দে না রে

মেঃ বন্ধু রে আউলা ঝাউলা কইরা দে না রে।

ছেঃ মনের ঘরের গোপন দরজায়

আর মারিস না ঢিল

ঠোঁটের পরশ লাগলে ঠোঁটে

ভাঙবে ধৈর্যের খিল

মেঃ খিল ভাঙিয়া ঘরে ঢুইকা

গলায় রাখো হাত

নিশ্বাসেরই গরম সইয়া

কাটামু এই রাত

উঠুক না ঢেউ জানবে না কেউ

উথাল-পাতাল কইরা দে না রে

ছেঃ সখিরে বেহুশ বেহুশ কইরা দে না রে

মেঃ বন্ধু রে আউলা ঝাউলা কইরা দে না রে।

更多Hafiz Uddin熱歌

查看全部logo

猜你喜歡

তোর পিরিতে লাগলো চোঁখে ঘোর কনক চাঁপা/ সুবির নন্দী Hafiz Uddin - 歌詞和翻唱