menu-iconlogo
logo

Eto Kosto Keno Valobasay

logo
歌詞

চারিদিকে উৎসব

পরিপুর্ণ নিয়ন আলোয়

আমার এ পৃথিবী

ঘিরে আসছে আঁধার কালোয়

সানাইয়ের সুর নিয়ে যাবে দুর

একটু একটু করে তোমায়

আজকে রাতে তুমি অন্যের হবে

ভাবতেই জলে চোখ ভিজে যায় হা হা হায়...

এত কষ্ট কেন ভালবাসায়... কেন

এত কষ্ট কেন ভালবাসায়...

বিশ্বাস যেখানে অবিশ্বাসের

সুরে বেজে উঠেছে

থাকবে না আমার সে কথা

বুঝতে যেন দেরি হয়েছে

মগ্ন ছিলাম তোমার ভালবাসার ইন্দ্রজালে

মানুষ আমি কেন তলিয়ে গেছি আমারই ভুলে

সানাইয়ের সুর নিয়ে যাবে দূর

একটু একটু করে তোমায়

আজকে রাতে তুমি অন্যের হবে

ভাবতেই জলে চোখ ভিজে যায় হা হা হায়....

এত কষ্ট কেন ভালবাসায়.... কেন

এত কষ্ট কেন ভালবাসায়....

চারিদিকে উৎসব

পরিপুর্ণ নিয়ন আলোয়

আমার এ পৃথিবী

ঘিরে আসছে আঁধার কালোয়

সানাইয়ের সুর নিয়ে যাবে দুর

একটু একটু করে তোমায়

আজকে রাতে তুমি অন্যের হবে

ভাবতেই জলে চোখ ভিজে যায় হা হা হায়...

এত কষ্ট কেন ভালবাসায়...

এত কষ্ট এত কষ্ট....

এত কষ্ট কেন ভালবাসায়...

এত কষ্ট এত কষ্ট....

এত কষ্ট কেন ভালবাসায়...

এত কষ্ট এত কষ্ট....

এত কষ্ট কেন ভালবাসায়...

Eto Kosto Keno Valobasay Hasan - 歌詞和翻唱