সোনা বন্ধে আমারে
দিওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিলো
আরে না জানি কি মন্ত্র পরে জাদু করিল
সোনা বন্ধে
ও সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিলো
রুপের ঝলক দেখিয়া
তার আমি হইলাম ফানা
রুপের ঝলক দেখিয়া তার
আমি হইলাম ফানা
সে অবধি লাগলো আমার
শ্যাম পিরিতের টানা
আর সে অবধি লাগলো আমার
শ্যাম পিরিতের টানা
সোনা বন্ধে
ও সোনা বন্ধে আমারে
দিওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিলো
হাসন রাজা হইলো পাগল
লোকের হইলো জানা
হাসন রাজা হইলো পাগল
লোকের হইলো জানা
নাচে নাচে ফালায় ফালায়
আর গায় গানা
আরে নাচে নাচে ফালায় ফালায়
আর গায় গানা
সোনা বন্ধে
ও সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিলো
মুখ চাহিয়া হাঁসে আমার
যত আরি পারি
মুখ চাহিয়া হাঁসে আমার
যত আরি পারি
দেখিয়াছি বন্ধের রুপ
ভুলিতে না পারি
আরে দেখিয়াছি বন্ধের রুপ
ভুলিতে না পারি
সোনা বন্ধে
ওসোনা বন্ধে আমারে
দিওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিলো
না জানি কি মন্ত্র পরে জাদু করিল
সোনা বন্ধে
ও সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিলো।