menu-iconlogo
huatong
huatong
avatar

Ami joto beshi valobashi tomay

HD porshi/Arfin Rumeyhuatong
ng_natashahuatong
歌詞
作品

From Super Singers Group

মেয়ে: অামি যত বেশি ভালবাসি তোমায়,

তার চেয়ে বেশি ভালবাসতে চাই,

অামি যত বেশি কাছে

অাসি তোমার,

তার চেয়ে বেশি কাছে অাসতে চাই,

ছেলে: ভালবেসে অামাকে

নাও জড়িয়ে...

মেয়ে: তোমার প্রেমের

ছোঁয়াতে দাও রাঙিয়ে...

ছেলে: ভালবেসে,অামাকে

নাও জড়িয়ে...

মেয়ে: তোমার প্রেমের

ছোঁয়াতে দাও রাঙিয়ে....

S S G

মেয়ে: সকালের সোনা রোদ প্রতিদিন

অামার ঘুম ভাঙায়,

চোখ মেলে,এ হৃদয়,

তোমার'ই পরশ চায়

ছেলে: সকালের সোনা রোদ প্রতিদিন,

অামার ঘুম ভাঙায়,

চোখ মেলে,এ হৃদয়,

তোমার'ই পরশ পেতে চায়

মেয়ে: ভালবেসে,অামাকে,

নাও জড়িয়ে...

ছেলে: তোমার প্রেমের

ছোঁয়াতে দাও রাঙিয়ে...

মেয়ে: ভালবেসে,অামাকে

নাও জড়িয়ে...

ছেলে: তোমার প্রেমের,

ছোঁয়াতে,দাও রাঙিয়ে...

মেয়ে: হিমেল হওয়াতে,এই মন,

জুড়ালে গো হায়,

তবু এ মন জুড়েনা তো,

যদি কাছে না পাই তোমায়,

ছেলে: হিমেল হাওয়াতে এই মন,

জুড়ালে গো হায়,

তবু এ মন,জুড়েনা তো,

যদি কাছে না পাই তোমায়,

মেয়ে: ভালবেসে,অামাকে

নাও জড়িয়ে....

ছেলে: তোমার প্রেমের

ছোঁয়াতে দাও রাঙিয়ে...

মেয়ে: ভালবেসে,অামাকে

নাও জড়িয়ে....

ছেলে: তোমার প্রেমের,

ছোঁয়াতে,দাও রাঙিয়ে....

সমাপ্ত

猜你喜歡