বিসমিল্লাহির রাহমানির রাহিম
কালিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি
কালিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি
ঝিনুকের মাঝে লুকিয়ে থাকে যেমন মতি
ঝিনুকের মাঝে লুকিয়ে থাকে যেমন মতি
কালিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি
কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি
এই কালিমা জপে যে ঘুমের আগে
এই কালেমা জপে যে প্রভাতে জাগে
এই কালেমা পড়েছে ঘুমের আগে
এই কালিমা পড়েছে প্রভাতে জাগে
দুখের ও সংসার যার সুখময় হয় তার
মুসিবত আসে নাকো হয় না ক্ষতি
দুঃখের ও সংসার যার সুখময় হয় তার
মুসিবত আসে নাকো হয় না ক্ষতি
কালিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি
হরদম জবে মনে কালেমা যে জন
খোদাই তত্ত্ব তার রহে না গোপন
হরদম জপে মনে কালেমা যে জন
খোদাই তত্ত্ব তার রহে না গোপন
দিলের আয়না তার হয়ে যায় পাক সাফ
দিলের আয়না তার হয়ে যায় পাক সাফ
আল্লাহ রাহে তার রাহে মতি সদা
আল্লাহ রাহে তার রাহে মতি
ইয়া- আহ্ লাল হুব্বী
ইয়া- আহলাল ঈমান
ইয়া আহলাল হুব্বী
ইয়া আহলাল ঈমান
ইন্দমা না কোরাস - শাহাদা
ইন্দামা হাসানা-ওয়া ইবাদাহ.
ইন্দামা ন করাশ শাহাদা
ওয়া ইন্নাহা হাসানা, ওয়া ইবাদাহ
দুখেরও সংসার যার সুখময় হয় তার
দুখের ও সংসার যার সুখময় হয় তার
মুসিব্বাত আসে নাকো হয় না ক্ষতি
মুসিব্বত আসে নাকো হয় না ক্ষতি
কালিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি
কালিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি
ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি
ঝিনুকের মাঝে লুকিয়ে থাকে যেমন মতি
কালিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি
কালিমা শাহাদাতে