menu-iconlogo
huatong
huatong
avatar

Bolbo Toke Aaj

Imaran/PUJAhuatong
nieceyt319huatong
歌詞
作品
বলবো তোকে আজ

বলবো কিছু কথা

চলবো অচেনা পথ, ভেঙে সব নীরবতা

বলবো তোকে আজ

বলবো কিছু কথা

চলবো অচেনা পথ, ভেঙে সব নীরবতা

এই মনের যত আশা

জুড়ে তোর ভালোবাসা

তুই ছাড়া ছুঁয়ে যায় শূন্যতা

বলবো তোকে আজ

বলবো কিছু কথা

চলবো অচেনা পথ, ভেঙে সব নীরবতা

বলবো তোকে আজ

বলবো কিছু কথা

চলবো অচেনা পথ, ভেঙে সব নীরবতা

ফিরে যাবো না আর

কাছে টেনে নে এবার

কত প্রেম জমা বুকে

দিন এলো তোকে দেবার

ফিরে যাবোনা আর

কাছে টেনে নে এবার

কত প্রেম জমা বুকে

দিন এলো তোকে দেবার

তোর পথে কেন আসা

পড়ে নে চোখের ভাষা

জেনে নে, বুঝে নে এ বারতা

বলবো তোকে আজ

বলবো কিছু কথা

চলবো অচেনা পথ, ভেঙে সব নীরবতা

বলবো তোকে আজ

বলবো কিছু কথা

চলবো অচেনা পথ, ভেঙে সব নীরবতা

আঁধার মনেরই ঘর

কিছু আলো দে জ্বেলে

বাঁচি আমি কি নিয়ে

তুই দূরে চলে গেলে

আঁধার মনেরই ঘর

কিছু আলো দে জ্বেলে

বাঁচি আমি কি নিয়ে

তুই দূরে চলে গেলে

তোর পথে কেন আসা

পড়ে নে চোখের ভাষা

জেনে নে, বুঝে নে এ বারতা

বলবো তোকে আজ

বলবো কিছু কথা

চলবো অচেনা পথ, ভেঙে সব নীরবতা

বলবো তোকে আজ

বলবো কিছু কথা

চলবো অচেনা পথ, ভেঙে সব নীরবতা

猜你喜歡