menu-iconlogo
huatong
huatong
avatar

bolta bolta cholta

Imran Khanhuatong
oddrey96huatong
歌詞
作品

enjoy the song

বলতে চেয়ে মনে হয়

বলতে তবু দেয়না হৃদয়,

কতটা তোমায় ভালবাসি।

চলতে গিয়ে মনে হয়

দুরত্ব কিছু নয়,

তোমারি কাছেই ফিরে আসি।

তুমি তুমি তুমি শুধু

এই মনের আনাছে কানাছে,

সত্যি বলনা কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে।।

তুমি তুমি তুমি শুধু

এই মনের আনাছে কানাছে,

সত্যি বলনা কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে

বলতে চেয়ে মনে হয়

বলতে তবু দেয়না হৃদয়,

কতটা তোমায় ভালবাসি।

enjoy the song

মেঘের খামে আজ তোমার নামে

উড়ো চিঠি পাঠিয়ে দিলাম,

পড়ে নিও তুমি মিলিয়ে নিও

খুব যতনে তা লিখে ছিলাম।।

মেঘের খামে আজ তোমার নামে

উড়ো চিঠি পাঠিয়ে দিলাম,

পড়ে নিও তুমি মিলিয়ে নিও

খুব যতনে তা লিখে ছিলাম

ও চাই পেতে আরও মন

পেয়েও এত কাছে,

বলতে চেয়ে মনে হয়

বলতে তবু দেয়না হৃদয়,

কতটা তোমায় ভালবাসি।

thanks to Rizahsan

enjoy the song

মন অল্পতে প্রিয় গল্পতে

কল্পনায় স্বপ্ন আঁকে,

ভুল ত্রুটি আবেগী খুঁনসুটি

সারাক্ষণ তোমায় ছোঁয়ে রাখে।।

মন অল্পতে প্রিয় গল্পতে

কল্পনায় স্বপ্ন আঁকে,

ভুল ত্রুটি আবেগী খুঁনসুটি

সারাক্ষণ তোমায় ছোঁয়ে রাখে

ও চাই পেতে আরও মন

পেয়েও এত কাছে,

বলতে চেয়ে মনে হয়

বলতে তবু দেয়না হৃদয়,

কতটা তোমায় ভালবাসি।

更多Imran Khan熱歌

查看全部logo

猜你喜歡

bolta bolta cholta Imran Khan - 歌詞和翻唱