গান: হাবু ডুবু তোমার প্রেমে
শিল্পী: ইমরান মাহমুদুল & কণা
মিউজিক আপলোড: AR.Rumi+Imu
ID ---13372553409
গান রেকর্ড করার সময় হেডফোন সাউন্ড একটু কমিয়ে নিবেন।
ছেলে:] তোমায়, একটু দেখবো বলে।
ট্রাফিকের জ্যাম ঠেলে।
চুপি চুপি ফলো করে এক গুচ্ছ ফুল হাতে
গাইছি প্রেমের গান তোমার জন্যে।
মেয়ে:] কেনো?
হাবু ডুবু হাবু ডুবু হাবু ডুবু হাবু ডুবু।
হাবু ডুবু---।
মেয়ে:] মানে?
তোমার প্রেমে।
হেই হাবু ডুবু, তোমার প্রেমে।
মেয়ে:] উফ ঝামেলা
༺?AR.Rumi+Imu?༻
ছেলে:] কলেজের গার্ড মামা এখন আর খাতির করেনা।
দু -একটা সিগারেটে গলেনা তার মন গলেনা।
ফেইসবুক ইন্সট্রাগ্রামে কতো মেসেজ দিয়েছি।
এখনো ইনবক্সে একটাও রিপ্লাই আসেনি।
যতই হই অপমান, করবোনা অভিমান
একদিন বসত করবই তোমার মনে।
হাবু ডুবু হাবু ডুবু হাবু ডুবু হাবু ডুবু
হাবু ডুবু, তোমার প্রেমে।
হেই হাবু ডুবু তোমার প্রেমে।
༺?AR.Rumi+Imu?༻
টেডিবিয়ার পারফিউমে এখন আর তো কাজ হয়না।
রেবন আর আরমানি একবার ফিরে দেখনা।
এভাবে চলবে কদিন জানিনা আমি জানিনা।
মনকে যতো বোঝাই তবুও এই মন মানে না।
লাগে লাগুক মেনি ইয়ার্স,
চোখে আসুক যতো টিয়ার্স
হ্যাপি ইন্ডিং হবে মোদের একই ফ্রেমে।
মেয়ে:] তাই।
হাবু ডুবু হাবু ডুবু হাবু ডুবু হাবু ডুবু
হাবু ডুবু, তোমার প্রেমে।
হেই হাবু ডুবু তোমার প্রেমে।
মেয়ে:] তোমায়, একটু দেখবো বলে।
ট্রাফিকের জ্যাম ঠেলে।
চুপি চুপি ফলো করে এক গুচ্ছ ফুল হাতে
গাইছি প্রেমের গান তোমার জন্যে---।
হাবু ডুবু হাবু ডুবু হাবু ডুবু হাবু ডুবু।
হাবু ডুবু, তোমার প্রেমে।
হাবু ডুবু, তোমার প্রেমে।
༺?AR.Rumi+Imu?༻