
Khuje pawa ek shite
খুঁজে পাওয়া এক শীতে
হারিয়েছি পানসীতে
লেখা রাত পারসিতে
তোমার গায়
খুঁজে পাওয়া এক শীতে
হারিয়েছি পানসীতে
লেখা রাত পারসিতে
তোমার গায়
ঘুম ভাঙা আলপিনে
নাবালক রাত দিনে
দেখারা তোমায় চিনে
পথ হারায়
মেখেছে আলোর রেখা
রূপোলি হিজল শাখা
নেই কোনো উঠোন ফাঁকা
হিম ঘনায়
খুঁজে পাওয়া এক শীতে
হারিয়েছি পানসীতে
লেখা রাত পারসিতে
তোমার গায়ে
অচেনা বিদেশি হাওয়া
জোনাকি ফেরত পাওয়া
তোমারই নামের ছায়া
ঘুম পাড়ায়
অচেনা বিদেশি হাওয়া
জোনাকি ফেরত পাওয়া
তোমারই নামের ছায়া
ঘুম পাড়ায়
যেটুকু প্রহর বাকি
সুপটু হাতের ফাঁকি
কিছুটা সময় আঁকি
জামার গায়
সে জামা হলুদ ভোরে
তোমারই কপোল জুড়ে
ঠোঁটের অনতিদূরে
রোদ পোহায়
খুঁজে পাওয়া এক শীতে
হারিয়েছি পানসীতে
লেখা রাত পারসিতে
তোমার গায়
ঘুম ভাঙা আলপিনে
নাবালক রাত দিনে
দেখারা তোমায় চিনে
পথ হারায়
মেখেছে আলোর রেখা
রূপোলি হিজল শাখা
নেই কোনো উঠোন ফাঁকা
হিম ঘনায়
খুঁজে পাওয়া এক শীতে
হারিয়েছি পানসীতে
লেখা রাত পারসিতে
তোমার গায়
খুঁজে পাওয়া এক শীতে
হারিয়েছি পানসীতে
লেখা রাত পারসিতে
তোমার গায়
Khuje pawa ek shite Ishan Mitra/Ikkshita Mukherjee - 歌詞和翻唱