menu-iconlogo
huatong
huatong
avatar

Hoteo Pare Ei Dekha

Jameshuatong
epoxideehuatong
歌詞
作品
নীরবে অভিমানে নিভৃতে

করছ তিলে তিলে নিজেকে শেষ,

কেন বল পৃথিবীতে কেউ কারো নয়

হয়ে গেছে ভালবাসা নিঃশেষ।

বন্ধু ভেঙ্গে ফেল এই কারাগার

খুলে দাও সে হৃদয়ের প্রণয়ের দ্বার

হতেও পারে এই দেখা শেষ দেখা

হতেও পারে এই গান শেষ গান।

হতেও পারে এই দেখা শেষ দেখা

হতেও পারে এই গান শেষ গান।

হতেও পারে আমাদের এই

মিলনমেলা এক ইতিহাস

হতেও পারে তোমার শীতল

চোখটাই যেন এক উচ্ছাস,

হতেও পারে বিষাদের এই

জনপদ প্রণয়ের তীর্থ

হতেও পারে তোমার একটু

নীরবতায় সে ব্যর্থ।

হতেও পারে এই দেখা শেষ দেখা

হতেও পারে এই গান শেষ গান।

হতেও পারে এই দেখা শেষ দেখা

হতেও পারে এই গান শেষ গান।

দু:খ আমার সাথেই আছে

তবু দেখ দু:খী আমি নইতো

ডাক দিয়ে যায় প্রণয়মেলায়

এতেই নিহিত সুখ হয়তো

কিসের এত দু:খ তোমার

সারাক্ষণ বসে বসে ভাবছ,

পৃথিবীতে বল বাঁচবে ক‘দিন

সময়টাতো বড় অল্প।

নীরবে অভিমানে নিভৃতে

করছ তিলে তিলে নিজেকে শেষ,

কেন বল পৃথিবীতে কেউ কারো নয়

হয়ে গেছে ভালবাসা নি:শেষ।

বন্ধু ভেঙ্গে ফেল এই কারাগার

খুলে দাও, খুলে দাও

সে হৃদয়ের প্রণয়ের দ্বার

হতেও পারে এই দেখা শেষ দেখা

হতেও পারে এই গান শেষ গান।

হতেও পারে এই দেখা শেষ দেখা

হতেও পারে এই গান শেষ গান।

更多James熱歌

查看全部logo

猜你喜歡