menu-iconlogo
huatong
huatong
james-kobita-tume-shopnocharini-hoye-khobor-cover-image

Kobita tume shopnocharini hoye khobor

Jameshuatong
inmanualmondol1234huatong
歌詞
作品
Lower band

কবিতা তুমি স্বপ্ন চারিনী হয়ে খবর নিওনা

কবিতা এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা

”দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ন পাতারও জল” ।।

কবিতা তুমি স্বপ্ন চারিনী হয়ে খবর নিওনা

কবিতা এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা

Lower band

:বেদনা সিক্ত অশান্ত এই মন খুজে ফিরে মেটায় প্রয়োজন

যত দূর জানে এ বেকুল হৃদয় নীল বিষের পেয়ালা মনের বাধন” ।।

”দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ন পাতারও জল”

কবিতা তুমি স্বপ্ন চারিনী হয়ে খবর নিওনা

কবিতা এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা

Lowee band

নয়নও গভিরে আঙিনা নীবিরতার ছোয়ায় হৃদয় প্রতীমা

কোথায় হারালে বলো পাব তোমায়

বসন্তে মাতাল আমি এক অপূর্ন্তা ।।

দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ন পাতারও জল

কবিতা তুমি স্বপ্ন চারিনী হয়ে খবর নিওনা

কবিতা এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা

”দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ন পাতারও জল” ।।

更多James熱歌

查看全部logo

猜你喜歡