menu-iconlogo
logo

BORISHO DHORA MAJHE SHANTIR BARI

logo
歌詞
বরিষ ধরা মাঝে শান্তির বারি

বরিষ ধরা মাঝে শান্তির বারি

শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে

ঊর্ধ্বমুখে নরনারী ॥

বরিষ ধরা মাঝে শান্তির বারি

বরিষ ধরা মাঝে শান্তির বারি

না থাকে অন্ধকার,

না থাকে মোহপাপ,

না থাকে শোকপরিতাপ।

না থাকে অন্ধকার,

না থাকে মোহপাপ,

না থাকে শোকপরিতাপ।

হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক,

বিঘ্ন দাও অপসারি ॥

বরিষ ধরা মাঝে শান্তির বারি

বরিষ ধরা মাঝে শান্তির বারি

কেন এ হিংসাদ্বেষ, কেন এ ছদ্মবেশ,

কেন এ মান অভিমান।

কেন এ হিংসাদ্বেষ, কেন এ ছদ্মবেশ,

কেন এ মান অভিমান।

বিতর' বিতর' প্রেম পাষাণহৃদয়ে,

জয় জয় হোক তোমারি ॥

বরিষ ধরা মাঝে শান্তির বারি

বরিষ ধরা মাঝে শান্তির বারি

শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে

ঊর্ধ্বমুখে নরনারী ॥

বরিষ ধরা মাঝে শান্তির বারি

বরিষ ধরা মাঝে শান্তির বারি

BORISHO DHORA MAJHE SHANTIR BARI Jayati Chakraborty - 歌詞和翻唱