
Khelaghor Badhte Legechi খেলাঘর বাঁধতে
আমার মনের ভিতরে
খেলাঘর বাঁধতে লেগেছি
কত রাত তাই তো জেগেছি
বলবো কী তোরে
খেলাঘর বাঁধতে লেগেছি...
Follow me
প্রভাতে পথিক ডেকে যায়
অবসর পাই নে আমি হায়
প্রভাতে পথিক ডেকে যায়
অবসর পাই নে আমি হায়
বাহিরের খেলায় ডাকে সে...
যাব কী করে
খেলাঘর বাঁধতে লেগেছি
যা আমার সবার হেলাফেলা
যাচ্ছে ছড়াছড়ি...
পুরোনো ভাঙা দিনের ঢেলা
তাই দিয়ে ঘর গড়ি...
যা আমার সবার হেলাফেলা
যাচ্ছে ছড়াছড়ি...
পুরোনো ভাঙা দিনের ঢেলা
তাই দিয়ে ঘর গড়ি...
যে আমার নতুন খেলার জন
তারি এই খেলার সিংহাসন
যে আমার নতুন খেলার জন
তারি এই খেলার সিংহাসন
ভাঙারে জোড়া দেবে সে...
কিসের মন্তরে
খেলাঘর বাঁধতে লেগেছি
আমার মনের ভিতরে
খেলাঘর বাঁধতে লেগেছি
কত রাত তাই তো জেগেছি
বলবো কী তোরে
খেলাঘর বাঁধতে লেগেছি...
Khelaghor Badhte Legechi খেলাঘর বাঁধতে Jayati Chakraborty - 歌詞和翻唱