menu-iconlogo
huatong
huatong
jeetsrabanti-keno-aaj-kal-cover-image

Keno Aaj Kal

Jeet/Srabantihuatong
JAZPER.♠️huatong
歌詞
作品
অচেনা শহরে নিচ্ছি উড়াল কেন আজকাল

নিচ্ছি উড়াল কেন আজকাল

খুঁচরো ছোঁয়াতে, ইচ্ছে ধোঁয়াতে, রাখছি করে আড়াল

তোর নানান কথা আর নীরবতা, আমার সন্ধ্যে সকাল

হয় মাতাল কেন আজকাল

হয় মাতাল কেন আজকাল

তারায় তারায় চর্চা খুব এখন

ধরা দিল দলছুট মন কেমন

শেষে যদি বিয়োগে বাজে সুর

ভেসে তবু যাবই বহুদূর তোর হাতে আখরে টালমাটাল

কেন আজকাল

কেন আজকাল, কেন আজকাল

আকাশ ছোঁও আজ বৃষ্টির পরতে

বৃষ্টির বাঁশমনে শ্রাবণে কি শরতে

পেলাম খুঁজে নকশীকাঁথার মাঠ

পেলাম শেষে কবিতাও হঠাৎ

সবুজের আদরে মন বেসামাল

কেন আজকাল (কেন আজকাল)

কেন আজকাল, কেন আজকাল

কেন আজকাল, কেন আজকাল

更多Jeet/Srabanti熱歌

查看全部logo

猜你喜歡