menu-iconlogo
huatong
huatong
jhinuk-ami-jacci-baba-cover-image

Ami Jacci Baba

Jhinukhuatong
rozie_reddhuatong
歌詞
作品

MD SHAIKH MAMUN

PLEASE FOLLOW ME

আমি যাচ্ছি বাবা,আমি যাচ্ছি

আমি যাচ্ছি বাবা,আমি যাচ্ছি

চোখ মুচে মুখ তুলো, স্রেনেহের বাধন খুলো

ও চোখ মুচে মুখ তুলো,স্রেনেহের বাধন খুলো

এবার তোমায় দিতেযে হয় জাবার অনুমতি

বাবা খিয়াল রেখো,তুমি তোমার প্রতি

বাবা খিয়াল রেখো,তুমি তোমার প্রতি

MD SHAIKH MAMUN

আদর সোহাগ দিলে যদি করলে আমায় বারন

কেনো তবে এমন করে, কন্নাকে পর কর

এই যদি গো নিয়ম নিতী, এই সমাজের বিধান

হাসি মুখে কর বাবা, কন্না স্রমপোদান

তবে কেনো কান্না চোখে, এই কোন অনুবতি

বাবা খিয়াল রেখো,তুমি তোমার প্রতি

বাবা খিয়াল রেখো,তুমি তোমার প্রতি

MD SHAIKH MAMUN

অফিস যাওয়ার সময় যখন থাকবো না আর আমি

চসমা নিতে,ঔষুদ খেতে ভুলোনা গো তুমি

ভুকযে আমার যাচ্ছে বেংগে, মন মানে না মানা

কেমন করে থাকবো ছেড়ে, নেই আমার জানা

ওইযে আমার মা দাড়িয়ে, দেহেতে নাই প্রান

যেনো ভুকটা ছিড়ে যাচ্ছে

নিয়ে, কেউ কলিজা খান

তুমি ও তো মেয়ে মাগো,যানাই পরিনতি

ওমা খিয়াল রেখো তুমি বাবার প্রতি

মাগো খিয়াল রেখো,তুমি বাবার প্রতি

আমি যাচ্ছি বাবা,আমি যাচ্ছি

আমি যাচ্ছি বাবা,আমি যাচছি

চোখ মুচে মুখ তুলো, স্রেনেহের বাধন খুলো

ও চোখ মুচে মুখ তুলো,স্রেনেহের বাধন খুলো

এবার তোমায় দিতে যে হয় জাবার অনুমতি

বাবা খিয়াল রেখো,তুমি তোমার প্রতি

বাবা খিয়াল রেখো তুমি তোমার প্রতি

(((((ধন্যবাদ সবাইকে))))))

更多Jhinuk熱歌

查看全部logo

猜你喜歡