ভুলিনি তোমায়
আজো ভুলিনি আমি..
মনেরই মাঝে
আজো আছো তুমি
ভুলিনি তোমায়
আজো ভুলিনি আমি..
মনেরই মাঝে
আজো আছো তুমি
এ জীবনে পাওয়া উপহারের মাঝে
এ জীবনে পাওয়া উপহারের মাঝে
তুমি সব চেয়ে দামি...
ভুলিনি তোমায়
আজো ভুলিনি আমি..
মনেরই মাঝে
আজো আছো তুমি
ভুলিনি তোমায়
আজো ভুলিনি আমি..
মনেরই মাঝে
আজো আছো তুমি
হয় তো একদিন আসবে যেদিন
রাখবেনা মনে আমাকে..
ভুলে যাবে পেছনের সবকিছু
ভালোবাসবে অন্য কাউকে
হয় তো একদিন আসবে যেদিন
রাখবেনা মনে আমাকে
ভুলে যাবে পেছনের সবকিছু
ভালোবাসবে অন্য কাউকে
সময়ের ব্যবধানে নিয়তির খেলা
হেরে গেছি আজ আমি...
ভুলিনি তোমায়
আজো ভুলিনি আমি..
মনেরই মাঝে
আজো আছো তুমি
ভুলিনি তোমায়
আজো ভুলিনি আমি..
মনেরই মাঝে
আজো আছো তুমি
হো..আজো তোমার সেই স্মৃতি গুলো
আমাকে তারা করে বেড়ায়
তোমার মুখের সেই মায়াবী হাসি
ক্ষনে ক্ষনে মনে পরে যায়
আজো তোমার সেই স্মৃতি গুলো
আমাকে তারা করে বেড়ায়
তোমার মুখের সেই মায়াবী হাসি
ক্ষনে ক্ষনে মনে পরে যায়
সময়ের ব্যবধানে নিয়তির খেলা
হেরে গেছি আজ আমি...
ভুলিনি তোমায়
আজো ভুলিনি আমি..
মনেরই মাঝে
আজো আছো তুমি
ভুলিনি তোমায়
আজো ভুলিনি আমি..
মনেরই মাঝে
আজো আছো তুমি
এ জীবনে পাওয়া উপহারের মাঝে
এ জীবনে পাওয়া উপহারের মাঝে
তুমি সব চেয়ে দামি...
ভুলিনি তোমায়
আজো ভুলিনি আমি..
মনেরই মাঝে
আজো আছো তুমি
ভুলিনি তোমায়
আজো ভুলিনি আমি..
মনেরই মাঝে
আজো আছো তুমি