menu-iconlogo
logo

Dhono Dhanno Pushpo Bhora

logo
歌詞
ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা

তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা

ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি

চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা

কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে

তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি

ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ

ও মা, তোমার চরণ দু'টি বক্ষে আমার ধরি

আমার এই দেশেতে জন্ম, যেন এই দেশেতে মরি

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি

Dhono Dhanno Pushpo Bhora Joy Shahriar/konal/Parvez Sazzad/PUJA - 歌詞和翻唱