menu-iconlogo
huatong
huatong
avatar

Phool Koli Re Phool Koli(HD)

Just Remohuatong
tumanviblhuatong
歌詞
作品
Song : Phulkoli Re Phulkoli

Movie : Anusandhan ( 1981 )

Just Remo...

(Male+Female)

ফুলকলি রে..ফুলকলি রে..ফুলকলি রে..ফুলকলি (3)

Male: ও আমার ফুলি আমায় ফেলে যাচ্ছিস কোন গলি...

Male: ফুলকলি রে ফুলকলি বল তো এটা কোন গলি

এ ফুলকলি রে ফুলকলি বল তো এটা কোন গলি

Female: ও এই গলিতে যদি কেউ একবার আসে সেই তো ফাঁসে

তুই এখানে হায় রে নিজের দোষেই তো বন্দি হলি

Male: ফুলকলি রে ফুলকলি বল তো এটা কোন গলি

ফুলকলি রে ফুলকলি বল তো এটা কোন গলি

Female: ও এই গলিতে যদি কেউ একবার আসে সেই তো ফাঁসে

তুই এখানে হায় রে নিজের দোষেই তো বন্দি হলি

Male: এ ফুলকলি রে ফুলকলি বল তো এটা কোন গলি

.......Music......

Female: ও বলব কি রে তুই বুঝে নে এটা কাদের ডেরা

আসে আসার রাস্তা কিন্তু নয়তো সহজ ফেরা

বলব কি রে তুই বুঝে নে এটা কাদের ডেরা

আসে আসার রাস্তা কিন্তু নয়তো সহজ ফেরা

Male: এ যেন এক অন্ধ গলি গোলকধাঁধা

চোখ যে বাঁধা খুন যদি রে হই তো আমি জেনে রাখিস তুইও মলি

এ ফুলকলি রে ফুলকলি (আহা)

বল তো এটা কোন গলি (আহা)

এ ফুলকলি রে ফুলকলি (আহা)

বল তো এটা কোন গলি..

....Music....

Male: মরণ ফাঁদে ফেঁসে গেছি না যদি পাই পার

তৈরি হয়ে এসেছি নেই কোনো ভয় আর

মরণ ফাঁদে ফেঁসে গেছি না যদি পাই পার

তৈরি হয়ে এসেছি নেই কোনো ভয় আর

Female: একগুঁয়েমি কাল হবে তোর শোন রে ও রাজা.. (বল না) তোর হবে সাজা (তাই নাকি)

তুই পালিয়ে বাঁচা রাজা শোন তোকে আমি যা বলি

Male:এহে ফুলকলি রে ফুলকলি (হাআ)

বল তো এটা কোন গলি (হাআ)

ফুলকলি রে ফুলকলি (হাআ)

বল তো এটা কোন গলি...

....Music.....

(Male+Female)

ফুলকলি রে..ফুলকলি রে..ফুলকলি রে..ফুলকলি (2)

Male: যাবে যদি জীবন তবে যাবে তো যায় যাক

এখান থেকে আমার খবর কেউ পায় তো পাক

যাবে যদি জীবন তবে যাবে তো যায় যাক

এখান থেকে আমার খবর কেউ পায় তো পাক পালিয়ে যাব রাখবে ধরে আমায় ফাঁদে কে

ওরে আমায় বাঁধে কে দেখিস তুই বদলা নিতে খুন দিয়ে খেলবো হোলি

Male: ফুলকলি রে ফুলকলি বল তো এটা কোন গলি

ফুলকলি রে ফুলকলি বল তো এটা কোন গলি

Female: এই গলিতে যদি কেউ একবার আসে সেই তো ফাঁসে

তুই এখানে হায় রে নিজের দোষেই তো বন্দি হলি

ফুলকলি রে ফুলকলি বল তো এটা কোন গলি হা

...(Male+Female)...

ফুলকলি রে ফুলকলি বল তো এটা কোন গলি

ফুলকলি রে ফুলকলি বল তো এটা কোন গলি

ফুলকলি রে ফুলকলি বল তো এটা কোন গলি

ফুলকলি রে ফুলকলি বল তো এটা কোন গলি

ফুলকলি রে ফুলকলি বল তো এটা কোন গলি

更多Just Remo熱歌

查看全部logo

猜你喜歡