menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Moner Jochona T Sᕼᓰᗷᗷᓰᖇ🏳️

Juthi/Sathihuatong
Sᕼᓰᗷᗷᓰᖇ🏳️huatong
歌詞
作品
Amar Moner Jochona T Sᕼᓰᗷᗷᓰᖇ?️

Juthi,Sathi

Sᕼᓰᗷᗷᓰᖇ?️

SM id 62089159292

Music.....

Ready?....

23 তুমি আমার কাছে ফুটফুটে ওই রাতের শুকতারা

28 তাই রাত জাগিয়ে মনের সুখে দেই যে পাহারা

33 তুমি আমার কাছে শিশির ভেজা সোনালী সকাল

38 তোমায় একনজর দেখিয়া আমি হয়ে যাই মাতাল

43 তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাত রাজার ধন

48 শত বাধা ডিঙ্গায় পাইছি তোমায় মনের মতো মন

53 আমার মনের জোছনা..আমি কাউকে দেবোনা

58 তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে নিজেও জানোনা

1.03 যতই কর বাহানা..তোমায় যেতে দিবো না

1.09 আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না

Music.....

Ready?....

1.34 তোমার মিষ্টি ওই চুলের সুবাস,ভালো লাগে খুব

1.39 বড় ইচ্ছে করে তোমার মাঝে হারাই দিয়ে ডুব

1.44 আমার মন যে মানে না,আর দূরে থেকো না

1.49 আমার মন যে মানে না,আর দূরে থেকো না

1.54 আমার পরান পাখি তুমি বীণে থাকে আনমনা

2.00 আমার মনের জোছনা..আমি কাউকে দেবো না

2.05 তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে নিজেও জানোনা

2.09 যতই কর বাহানা.. তোমায় যেতে দিবো না

2.15 আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না

Music.....

Ready?....

2.41 তোমায় একপলক দেখিলে এ মন,রয়না আমার ঘরে

2.46 সে ছটফটাইয়া ঘুইরা বেড়ায় কি জানি কি করে

2.51 আমি কিছুই জানি না,তুমি কেন আসো না

2.56 আমি কিছুই জানি না, তুমি কেন আসো না

3.01 তুমি আমার কাছে আঁধার ঘরের আলোরই বন্যা

3.06 আমার মনের জোছনা..আমি কাউকে দেবো না

3.11 তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে নিজেও জানোনা

3.16 যতই কর বাহানা.. তোমায় যেতে দিবো না

3.21 আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না

3.26 আমার মনের জোছনা..আমি কাউকে দেবো না

3.32 তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে নিজেও জানোনা

3.36 যতই কর বাহানা.. তোমায় যেতে দিবো না

3.42 আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না..

End.....

更多Juthi/Sathi熱歌

查看全部logo

猜你喜歡