menu-iconlogo
huatong
huatong
avatar

ও গানওয়ালা আর একটা গান গাও || O Gaanwala

Kabir Sumanhuatong
reyessheilahuatong
歌詞
作品
1 ও গানওলা, আরেকটা গান গাও

আমার আর কোথাও যাবার নেই

কিচ্ছু করার নেই

2 ও গানওলা, আরেকটা গান গাও

আমার আর কোথাও যাবার নেই

কিচ্ছু করার নেই

1 ছেলেবেলার সেই...

ছেলেবেলার সেই

বেহালা বাজানো লোকটা

চলে গেছে বেহালা নিয়ে

চলে গেছে গান শুনিয়ে

2 ছেলেবেলার সেই

বেহালা বাজানো লোকটা

চলে গেছে বেহালা নিয়ে

চলে গেছে গান শুনিয়ে

1 এই পাল্টানো সময়ে...

এই পাল্টানো সময়ে সে

ফিরবে কি ফিরবে না জানা নেই

গানওলা, আরেকটা গান গাও

আমার আর কোথাও যাবার নেই

কিচ্ছু করার নেই

2 কৈশোর শেষ হওয়া

কৈশোর শেষ হওয়া

রঙচঙে স্বপ্নের দিন

চলে গেছে রঙ হারিয়ে

চলে গেছে মুখ ফিরিয়ে

1 এই ফাটকাবাজির দেশে

এই ফাটকাবাজির দেশে

স্বপ্নের পাখিগুলো বেঁচে নেই

গানওলা, আরেকটা গান গাও

আমার আর কোথাও যাবার নেই

কিচ্ছু করার নেই

2 ও গানওলা, আরেকটা গান গাও

আমার আর কোথাও যাবার নেই

কিচ্ছু করার নেই

更多Kabir Suman熱歌

查看全部logo

猜你喜歡