menu-iconlogo
huatong
huatong
kanak-chapa-bajare-jachai-kore-cover-image

Bajare Jachai Kore

Kanak Chapahuatong
❣♕︎𝙎𝙬𝙚𝙚𝙩_𝙁𝙤𝙮𝙨𝙖𝙡♕︎❣huatong
歌詞
作品
১/ বাজারে যাচাই করে,দেখি নেই তো দাম

সোনা কিনিলাম নাকি,রুপা কিনিলাম

ভালো বেসেছো বলে,ভালো বাসিলাম

ভালো বেসেছো বলে,ভালো বাসিলাম

২/ বাজারে যাচাই করে,দেখি নেই তো দাম

সোনা কিনিলাম নাকি,রুপা কিনিলাম

ভালো বেসেছো বলে,ভালো বাসিলাম

ভালো বেসেছো বলে,ভালো বাসিলাম

১/ তোমারী সোহাগ পেতে বুকেরী মাজারে যেতে

এই মনও প্রাণ শুধু চাই..

তোমারী সোহাগ পেতে বুকেরী মাজারে যেতে

এই মনও প্রাণ শুধু চাই..

এ কেমন প্রেমে মজিলা......ম

২/ বাজারে যাচাই করে দেখি নেই তো দাম

সোনা কিনিলাম নাকি রুপা কিনিলাম

ভালো বেসেছো বলে ভালো বাসিলাম

২/ প্রেমেরী যমুনা আমি আমারী দুকুল তুমি

জনোমো জনোমো ধরে হা....য়

প্রেমেরী যমুনা আমি আমারী দুকুল তুমি

জনোমো জনোমো ধরে হা....য়

এমনী কাছে আসিলা...ম

১/ বাজারে যাচাই করে দেখি নেই তো দাম

সোনা কিনিলাম নাকি রুপা কিনিলাম

ভালো বেসেছো বলে ভালো বাসিলাম

ভালো বেসেছো বলে ভালো বাসিলাম

২/ বাজারে যাচাই করে দেখি নেই তো দাম

সোনা কিনিলাম নাকি রুপা কিনিলাম

ভালো বেসেছো বলে ভালো বাসিলাম

ভালো বেসেছো বলে ভালো বাসিলাম

ধন্যবাদ

更多Kanak Chapa熱歌

查看全部logo

猜你喜歡