আসে পাশের ময় মুরব্বি যে আছেন যেথায়
সত্যি কথা হায় এই অন্ধ কালা কয়
জগত নামের ইস্টিশনে কারো থাকন নাই
কারো থাকন নাই,এই ইস্টিশনে ভাই
একবার আইসা থাইকা যাইবা এমন হবার নয়
সবার যাইতে হয়,এক নতুন ঠিকানায়
হিন্দু মুসলিম বৌদ্ধ
খ্রিষ্টান কারো নিস্তার নাই
কারো নিস্তার নাই না হইলে মুমীন ভাই
আমার আল্লাহ নবীজির নাম
আমার আল্লাহ নবীজির নাম
আমার আল্লাহ নবীজির নাম
আমার আল্লাহ নবীজির নাম
আল্লাহ কাছে সবই আছে একটি জিনিস নাই
নাইরে মিথ্যা নাই তার সবই সত্যি ভাই
নবী বলছেন নামাজ পড়ো রোজা রাখো তাই
এই দুনিয়ায় ভাই, বেহেশত যদি চাই
বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না
সঙ্গে যাবে না,সব হইয়া যাইবো ছাই
মাটির দেহ মাটি হইয়া মিলবো মাটিতে
হইবো যাইতে সেই আন্ধকার ঘরে ভাই
আমার আল্লাহ নবীজির নাম
আমার আল্লাহ নবীজির নাম
আমার আল্লাহ নবীজির নাম
আমার আল্লাহ নবীজির নাম
পিতা মাতার মত আপন দুনিয়াতে নাই
নাইরে আপন নাই জিতা খুজেন ভাই
নিজে খাইছেন না খাইছেন কি তাহার হিসাব নাই
নাইরে হিসার নাই সব সন্তাদের খাওয়ান
কত যত্নে লালন পালন করছে জিবন ভর
হইও না তার পর তয় কানবা জনম ভর
প্রাণের আপন সদাই যে জন কাছে না আর রয়
সত্যি কথা হায় এই অন্ধ কালা কয়
আমার আল্লাহ নবীজির নাম
আমার আল্লাহ নবীজির নাম
আমার আল্লাহ নবীজির নাম
আমার আল্লাহ নবীজির নাম
আমার আল্লাহ নবীজির নাম
আমার আল্লাহ নবীজির নাম
আমার আল্লাহ নবীজির নাম
আমার আল্লাহ নবীজির নাম
আমার আল্লাহ নবীজির নাম
আমার আল্লাহ নবীজির নাম
আমার আল্লাহ নবীজির নাম
আমার আল্লাহ নবীজির নাম
আমার আল্লাহ নবীজির নাম
আমার আল্লাহ নবীজির নাম
আমার আল্লাহ নবীজির নাম
আমার আল্লাহ নবীজির নাম
আমার আল্লাহ নবীজির নাম
আমার আল্লাহ নবীজির নাম