menu-iconlogo
huatong
huatong
keshab-dey-amay-keno-bujhli-na-re-tui-cover-image

Amay Keno Bujhli Na Re Tui

Keshab Deyhuatong
vaapukka4huatong
歌詞
作品
আমায় কেনো বুঝলি না রে তুই

শিল্পীঃকেশব দে

তোর হাসিটা আমার ঘরে

এখনো রে বসত করে

দেখবি আমার নিয়া নেবে জান ।

কোন দোষেতে ছাইরা গেলি

আমায় পাগল কইরা গেলি

বাড়ছে দেখি তোর মায়ার টান ।

ও তোর হাসিটা আমার ঘরে

এখনো রে বসত করে

দেখবি আমার নিয়া নেবে জান ।

কোন দোষেতে ছাইরা গেলি

আমায় পাগল কইরা গেলি

বাড়ছে দেখি তোর মায়ার টান ।

ফিরবি নাকি তুই কোনোদিন

থাকব বল আর এমন কদিন

কেমন করে মনটা রে তোর ছুঁই ।

আমায় কেনো বুঝলি না রে তুই

এখনো আমার রাতের জ্যোৎসনাটা তুই ।

ও আমায় কেনো বুঝলি না রে তুই

এখনো আমার রাতের জ্যোৎসনাটা তুই ।

বলেছিলি ওরে সুজন

ভালোবেসে থাকব দুজন

তোর কথাটা তুইতো রাখলি না ।

জগৎ টারে ভুইলা আমি

চেয়েছিলাম শুধুই তোরে

তোর মনেতে আমায় রাখলি না ।

আ আ আ

বলেছিলি ওরে সুজন

ভালোবেসে থাকব দুজন

তোর কথাটা তুইতো রাখলি না ।

জগৎ টারে ভুইলা আমি

চেয়েছিলাম শুধুই তোরে

তোর মনেতে আমায় রাখলি না ।

ফিরবি না তুই আর কোনোদিন

থাকব বল আর এমন কদিন

কেমন করে মনটা রে তোর ছুঁই ।

আমায় কেনো বুঝলি না রে তুই

এখনো আমার রাতের জ্যোৎসনাটা তুই ।

ও আমায় কেনো বুঝলি না রে তুই

এখনো আমার রাতের জ্যোৎসনাটা তুই ।

এমন করে কইরা গেলি

পরানটারে ফালা ।

হাজার জনম যাবে আমার

যাবে নারে জ্বালা ।

এমন করে কইরা গেলি

পরানটারে ফালা ।

হাজার জনম যাবে আমার

যাবে নারে জ্বালা ।

ফিরবি নাকি তুই কোনোদিন

থাকব বল আর এমন কদিন

কেমন করে মনটা রে তোর ছুঁই ।

আমায় কেনো বুঝলি না রে তুই

আমার রাতের জ্যোৎসনাটা তুই ।

ও আমায় কেনো বুঝলি না রে তুই

এখনো আমার রাতের জ্যোৎসনাটা তুই ।

ও আমায় কেনো বুঝলি না রে তুই

এখনো আমার রাতের জ্যোৎসনাটা তুই ।

আমায় কেনো বুঝলি না রে তুই

এখনো আমার রাতের জ্যোৎসনাটা তুই ।

আমায় কেনো বুঝলি না রে তুই

এখনো আমার রাতের জ্যোৎসনাটা তুই ।

更多Keshab Dey熱歌

查看全部logo

猜你喜歡