arrange-shymoon
to get more song,go to 109134&112325 party room
&click on song list
তুমি আকাশের বুকে
বিশালতার উপমা
তুমি আমার চোখেতে
সরলতার প্রতিমা
আমি তোমাকে গড়ি
ভেঙেচুরে শতবার
রয়েছ তুমি বহুদূরে
আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙে গেলে
জানো কি তা
লাগে না লাগে না জোড়া
লাগে না লাগে না জোড়া
arrange-shymoon
to get more song,go to 109134&112325 party room
&click on song list
আমারই পথে তোমার ছায়া
পড়লে আড়াল করে
থমকে সে যাবে জীবন গতি
সেকি তোমার অজানা
রয়েছ তুমি বহুদূরে
আমাকে রেখে ছলনায়
এই হৃদয় ভেঙে গেলে
জানো কি তা
লাগে না লাগে না জোড়া
লাগে না লাগে না জোড়া
arrange-shymoon
to get more song,go to 109134&112325 party room
&click on song list
শ্রাবণ বেলায় তোমার কথা ভেবে
বিষণ্ন এই মন
আসার পথে দিয়েছি পাড়ি
যেথা তোমার বিচরণ
রয়েছ তুমি বহুদূরে
আমাকে রেখে ছলনায়
এই হৃদয় ভেঙে গেলে
জানো কি তা
লাগে না লাগে না জোড়া
লাগে না লাগে না জোড়া
তুমি আকাশের বুকে
বিশালতার উপমা
তুমি আমার চোখেতে
সরলতার প্রতিমা
আমি তোমাকেই গড়ি
ভেঙেচুরে শতবার
রয়েছ তুমি বহুদূরে
আমাকে রেখে ছলনায়
এই হৃদয় ভেঙে গেলে
জানো কি তা
লাগে না লাগে না জোড়া
লাগে না লাগে না জোড়া