প্রথমবার এসেমে (SM) গানটির ফুল ভার্সন আপলোড করা হোলো
এডিটিং ও পরিবেশনায় - পি.এস. (PS)(পঞ্চম মিউজিক)
নাই নাই এ আঁধার থেকে
ফেরার পথ নাই
নাই নাই এ আঁধার থেকে
ফেরার পথ নাই
নাই নাই
মিউজিক
এডিটিং ও পরিবেশনায় - পি.এস. (PS)(পঞ্চম মিউজিক)
সোনার হরিণ ধরবি বলে
ছড়ালি জাল নিজে
ধরা তো দিলোনা হরিণ
পড়লি ধরা নিজে
ওরে পাওয়ার পিছে ছুটে গেলি
বুঝলিনা কি চায়
নাই নাই এ আঁধার থেকে
ফেরার পথ নাই
নাই নাই
মিউজিক
এডিটিং ও পরিবেশনায় - পি.এস. (PS)(পঞ্চম মিউজিক)
পুতুল নাচের পুতুল হয়ে
নেচেই শুধু গেলি
মনকে শুধা নাচার ফলে
জীবনে কি পেলি
যখন ছিঁড়বে সুতো
বুঝবি যে তুই
আগুন নেভা ছাই
নাই নাই এ আঁধার থেকে
ফেরার পথ নাই
নাই নাই
মিউজিক
এডিটিং ও পরিবেশনায় - পি.এস. (PS)(পঞ্চম মিউজিক)
লোভের পরে পাপ আসে
পাপের পরে মরণ
বন্ধ মনে অন্ধ হয়ে
করলি কাকে বরণ
তোকে যে আজ ভালবাসবে আবার
কাল দেবে না ঠাঁই
নাই নাই এ আঁধার থেকে
ফেরার পথ নাই
নাই নাই এ আঁধার থেকে
ফেরার পথ নাই
নাই নাই
ধন্যবাদ