menu-iconlogo
logo

CHIRODINI TUMI JE AMAR - Kishore Kumar

logo
歌詞
চিরদিনি তুমি যে আমার

যুগে যুগে আমি তোমারি

চিরদিনি তুমি যে আমার

যুগে যুগে আমি তোমারি

আমি আছি সেই যে তোমার

তুমি আছো সেই আমারি

সংগী...

সংগী...

আমারা অমর সংগী..

এতো কাছে রয়েছ তুমি

আরও কাছে তোমাকে যে চাই

তুমি ছাড়া এমন আপন

আমার যে আর কেহ নাই

এতো কাছে রয়েছ তুমি

আরও কাছে তোমাকে যে চাই

তুমি ছাড়া এমন আপন

আমার যে আর কেহ নাই

আমি কি গো তোমাকে ছেড়ে

একা একা থাকতে পারি

সংগী...

সংগী...

আমারা অমর সংগী...!

হু.. হু.. হু..হু..

হু.. হু.. হু..হু..

হু.. হু.. হু..হু..

হু.. হু......

এ জীবন ফুরিয়ে যে দিন

পাবো এক নতুন জীবন

সেই দিনও হবে একাকার

দুজনার এই দুটি মন

এ জীবন ফুরিয়ে যে দিন

পাবো এক নতুন জীবন

সেই দিনও হবে একাকার

দুজনার এই দুটি মন

হৃদয়ের সব কবিতা

ঝরে পরে ছন্দকারে

চিরদিনি তুমি যে আমার

যুগে যুগে আমি তোমারি

আমি আছি সেই যে তোমার

তুমি আছো সেই আমারি

সংগী...

সংগী...

আমারা অমর সংগী...!

Sagen