menu-iconlogo
huatong
huatong
avatar

Prithwi's Edit - Kon Sadhone Milbe Re Shei Paramdhon

Koushik Chakrabortyhuatong
ᴘʀɪᴛʜᴡɪᴊɪᴛhuatong
歌詞
作品
যদি মক্কা গেলেই খোদা মিলত

শিব মিলত কাশীতে,

বৃন্দাবনে কৃষ্ণ মিললে, কেউ যাইত না আশিতে রে

কেউ যাইত না আশিতে রে

যদি মক্কা গেলেই খোদা মিলত

শিব মিলত কাশীতে,

বৃন্দাবনে কৃষ্ণ মিললে, কেউ যাইত না আশিতে রে

কেউ যাইত না আশিতে রে

জাহেরে বাতনে মওলা

ভক্ত নিয়ে করছে খেলা

(বলি )জাহেরে বাতনে মওলা

ভক্ত নিয়ে করছে খেলা

কোনরূপে তার নিত্য লীলা, কে পেলো তার দরশন1।

কোন সাধনে মিলবে রে সেই পরম ধন?

কোন সাধনে মিলবে রে সেই পরম ধন?

কোন সাধনে মিলবে রে সেই পরম ধন?

কোন সাধনে মিলবে রে সেই পরম ধন?

যদি ভোগ দিলেই ভগবান মিলত

খোদা মিলত শিন্নিতে

বড় কইরা ভোগ সাজাইয়া রাজায় পারত কিনিতে রে

রাজায় পারত কিনিতে রে

সে যে কোন মোকামে থাকে বদ্ধ

কি ধন দিলে হবে বাধ্য

সে যে কোন মোকামে থাকে বদ্ধ

কি ধন দিলে হবে বাধ্য

কোন বস্তু তার প্রিয় খাদ্য, করছোনি তার আয়োজন।

কোন সাধনে মিলবে রে সেই পরম ধন?

কোন সাধনে মিলবে রে সেই পরম ধন?

কোন সাধনে মিলবে রে সেই পরম ধন?

কোন সাধনে মিলবে রে সেই পরম ধন?

কোন সাধনে

মিলবে রে

সেই

পরম ধন?

তোরা মণ্ডপে মূরতি1 গড়ে

ধ্যান করে মনে-মনে

জমিনেতে সেজদা কইরা হাত তুলে ক্যান আসমানে রে?

হাত তুলে ক্যান আসমানে রে?

দেখো নাই যাহার মূরতি

তার সাথে কি হয় পিরিতি

(তোমরা) দেখো নাই যাহার মূরতি

তার সাথে কি হয় পিরিতি

বল্লভের এই পাগলা গীতি, বুঝিবে পাগল যে জন।

কোন সাধনে মিলবে রে সেই পরম ধন?

কোন সাধনে মিলবে রে সেই পরম ধন?

কোন সাধনে মিলবে রে সেই পরম ধন?

কোন সাধনে মিলবে রে সেই পরম ধন?

ধোকলাবাজের ধোঁকায় পড়ে

ধোকলাবাজের ধোঁকায় পড়ে

আন্দাজে করলে সাধন,

কোন সাধনে মিলবে রে সেই পরম ধন?

কোন সাধনে মিলবে রে সেই পরম ধন?

কোন সাধনে মিলবে রে সেই পরম ধন?

কোন সাধনে মিলবে রে সেই পরম ধন?

更多Koushik Chakraborty熱歌

查看全部logo

猜你喜歡