menu-iconlogo
huatong
huatong
kumar-bishwajitsabina-yasmin--cover-image

আমার গরুর গাড়িতে

Kumar Bishwajit/Sabina Yasminhuatong
kumarbhupendra786huatong
歌詞
作品
Part 1 ছেলে

Part 2 মেয়ে

আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে

ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে

আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে

ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে

যাব তোমায় শুশুর বাড়ি নিয়ে..।

যা যা তোমার ভাঙ্গা গাড়িতে আমি যাব না

কারো ঘরের ঘরনি আমি হব না

করব না তো কোনো দিনও বিয়ে

যাব তোমায় শুশুর বাড়ি নিয়ে।

আলতা দেব, টিকলি দেব

দেব সোনার চুঁড়ি

না না না না না না না

আরে শহর থেকে আনব কিনে বেনারসি শাড়ি

আরে না না না না না না না

গয়নাগাটি চাইনা আমি চাইনা শাড়ি চুঁড়ি

হায় হায় হায় হায় হায়

সবই আমার বাপের বাড়ি আছে ভুরি ভুরি

আরে হায় হায় হায় হায় হায়

গলবে না মন কোন কিছু দিয়ে

হে..যাব তোমায় শুশুড় বাড়ি নিয়ে

আদর দেব, সোহাগ দেব,

দেব ভালবাসা,

না না না না না না না

আরে জীবন দিয়ে করব পূরন তোমার সকল আশা

না না না না না না না

দিন দুপুরে মনের ঘরে দিও নাকো হানা

হায় হায় হায় হায় হায়

এসব কথা শুনা পাপ গুরুজনের মানা

আরে হায় হায় হায় হায় হায়

আয়ে পায়ে পড়ি চল বাড়ি নিয়ে

হে..যাব তোমায় শুশুড় বাড়ি নিয়ে

আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে

ধুত্তুর ধুত্তুর ধুত্তুর দো সানাই বাজিয়ে

যাব তোমায় শুশুর বাড়ি নিয়ে..।

আরে পায়ে ধরি চল বাড়ি নিয়ে

হে...যাব তোমায় শুশুড় বাড়ি নিয়ে

আরে পায়ে ধরি চল বাড়ি নিয়ে

হে...যাব তোমায় শুশুড় বাড়ি নিয়ে

আরে পায়ে ধরি চল বাড়ি নিয়ে

হে...যাব তোমায় শুশুড় বাড়ি নিয়ে

আরে পায়ে ধরি চল বাড়ি নিয়ে

হে...যাব তোমায় শুশুড় বাড়ি নিয়ে!

更多Kumar Bishwajit/Sabina Yasmin熱歌

查看全部logo

猜你喜歡