menu-iconlogo
logo

Valobasha Joto Boro

logo
歌詞
ভালোবাসা যত বড়

জীবন ততো বড় নয়

তোমায় নিয়ে হাজার বছর

তোমায় নিয়ে হাজার বছর

বাঁচতে বড় ইচ্ছে হয়

ভালোবাসা যত বড়

জীবন ততো বড় নয়

তোমায় নিয়ে হাজার বছর

বাঁচতে বড় ইচ্ছে হয়

ভালোবাসা যত বড়

জীবন ততো বড় নয়

বড় দেরী করে দেখা হলো

হলো চেনা জানা

আরো দিন গেল কেটে

মনেরই ঠিকানা..

বড় দেরী করে দেখা হলো

হলো চেনা জানা

আরো দিন গেল কেটে

মনেরই ঠিকানা

হায় জন্ম থেকেই হয়নি কেন

তোমার আমার পরিচয়

ভালোবাসা যত বড়

জীবন ততো বড় নয়

তোমায় নিয়ে হাজার বছর

বাঁচতে বড় ইচ্ছে হয়

ভালোবাসা যত বড়

জীবন ততো বড় নয়

শুধু কিছুদিন কাছে পেয়ে

ফুরাবে না আশা

কবে যে মরণ ঝড়ে

ভেঙে যাবে বাসা

শুধু কিছুদিন কাছে পেয়ে

ফুরাবে না আশা

কবে যে মরণ ঝড়ে

ভেঙে যাবে বাসা

হায় সব পেয়েছি তাই কি আমার

সব হারানোর এত ভয়

ভালোবাসা যত বড়

জীবন ততো বড় নয়

তোমায় নিয়ে হাজার বছর

তোমায় নিয়ে হাজার বছর

বাঁচতে বড় ইচ্ছে হয়

ভালোবাসা যত বড়

জীবন ততো বড় নয়

তোমায় নিয়ে হাজার বছর

বাঁচতে বড় ইচ্ছে হয়

ভালোবাসা যত বড়

জীবন ততো বড় নয়

Valobasha Joto Boro Kumar Sanu/Mitali Mukherjee - 歌詞和翻唱