menu-iconlogo
huatong
huatong
avatar

Hire manik to noy হীরে মানিক তো নয়

Kumar Sanu huatong
nathomasnahuatong
歌詞
作品

হীরে মানিক তো নয়,

অামি শুধু তোমায়, ভালো..বাসি

হীরে মানিক তো নয়,

অামি শুধু তোমায় ভালো...বাসি

রুপ কথার চেয়ে ও

নীল পাখির থেকেও

তোমায় অামি ভালো..বাসি

হীরে মনিক তো নয় অামি

শুধু তোমায়,ভালো..বাসি

সাত রঙা রামধনু অাকাশে যে উঠবে

সোনালী রোদের অালো দেখে মন ভরবে

সাত রঙা রামধনু অাকাশে যে উঠবে

সোনালী রোদের অালো দেখে মন ভরবে

রিম ঝিম বৃষ্টি অাসবে যাবে

নতুন ভোরের দেখা জীবন পাবে

সময় কি থমকে দাড়ায়

হীরে মানিক তো নয়,

অামি শুধু তোমায়, ভালো..বাসি,

হীরে মানিক তো নয়,

অামি শুধু তোমায় ভালো..বাসি

রুপ কথার চেয়েও

নীল পাখির থেকেও

তোমায় অামি ভালো.. বাসি

হীরে মানিক তো নয় অামি

শুধু তোমায় ভালো... বাসি

更多 Kumar Sanu 熱歌

查看全部logo

猜你喜歡