* লালনগীতি *
* কণ্ঠ - লায়লা *
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে..
তিন পাগলে হলো মেলা নদে এসে (নদে এসে)
তিন পাগলে হলো মেলা নদে এসে (নদে এসে)
ওরে.. তিন পাগলে হলো মেলা নদে এসে
ওরে মন, ওরে মন, ওরে মন নদে এসে...
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে
তোরা কেউ যাসনে ও.. পাগলের কাছে...
TRACK CREATED BY SURAJIT PAUL
FOLLOW ME : Singer_Surajit
একটা পাগলামি করে….
আর জাত দেয় সে অজাতেরে দৌড়ে গিয়ে.. (দৌড়ে গিয়ে)
একটা পাগলামি করে (লামি করে)
জাত দেয় সে অজাতেরে দৌড়ে গিয়ে (দৌড়ে গিয়ে)
আবার হরি বলে পড়ছে ঢলে ধূলোর মাঝে (ধূলোর মাঝে)
হরি বলে পড়ছে ঢলে ধূলোর মাঝে
ওরে মন, ওরে মন, ওরে মন ধূলোর মাঝে রে..
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে
তোরা কেউ যাসনে ও.. পাগলের কাছে...
TRACK CREATED BY SURAJIT PAUL
FOLLOW ME : Singer_Surajit
একটা নারকোলের মালা…
তাতে জল তোলা ফেলা তরঙ্গ সে…
একটা নারকোলের মালা(কোলের মালা)
তাতে জল তোলা ফেলা তরঙ্গ সে (তরঙ্গ সে)
পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে (বুঝবি শেষে)
পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে
ওরে মন, ওরে মন, ওরে মন বুঝবি শেষে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে
তোরা কেউ যাসনে ও.. পাগলের কাছে...
TRACK CREATED BY SURAJIT PAUL
FOLLOW ME : Singer_Surajit
পাগলের নামটি এমন…
আ.. বলিতে ফকির লালন হয় তরাইসে (হয় তরাইসে)
পাগলের নামটি এমন... (নামটি এমন)
বলিতে ফকির লালন হয় তরাইসে (হয় তরাইসে)
পৈতে নিতে ঐ যে পাগল নাম ধরেছে… (নাম ধরেছে)
পৈতে নিতে ঐ যে পাগল নাম ধরেছে
ওরে মন, ওরে মন, ওরে মন নাম ধরেছে..
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে
তিন পাগলে হলো মেলা নদে এসে (নদে এসে)
তিন পাগলে হলো মেলা নদে এসে (নদে এসে)
ওরে.. তিন পাগলে হলো মেলা নদে এসে
ওরে মন, ওরে মন, ওরে মন নদে এসে...
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে
তোরা কেউ যাসনে ও.. পাগলের.. কাছে...