menu-iconlogo
huatong
huatong
avatar

Amay Duniya Theke Churi Kore

<>আফরিন<>huatong
☞𓅓🩵𝒜𝐹𝑅𝐼𝒩🩵𓅓⚔️🇧🇩🅱🅰🅰🇧🇩huatong
歌詞
作品
গানঃআমায় দুনিয়া থেকে চুরি করে

আপলোডেড বাই আফরিন

<<<<<<<<>>>>>>

মেয়েঃআমায় দুনিয়া থেকে চুরি করে

তোমার বুকের ভেতর রাখো ভরে

যেনো কেউ জানে না আমি কোথায় আছি

এমন আপন করে নাও মোরে

<<<<<<<<<>>>>>>>>>

ছেলেঃআমায় দুনিয়া থেকে চুরি করে

তোমার বুকের ভেতর রাখো ভরে

যেনো কেউ জানে না আমি কোথায় আছি

এমন আপন করে নাও মোরে

<<<<<<>>>>>>

মেয়েঃআমার দেহ-মাঝে মিশে যাও না তুমি

একই দেহ নিয়ে রবো তুমি আমি

<<<<<<>>>>>>

ছেলেঃআমার দেহ-মাঝে মিশে যাও না তুমি

একই দেহ নিয়ে রবো তুমি আমি

মেয়েঃতুমি দূরে গেলে, ও বন্ধু আমার

ফুলের মতই যাবো যে ঝরে

<<<<<<<>>>>>>>>

ছেলেঃআমায় দুনিয়া থেকে চুরি করে

তোমার বুকের ভেতর রাখো ভরে

যেনো কেউ জানে না আমি কোথায় আছি

এমন আপন করে নাও মোরে

<<<<<<<<<>>>>>>>>>

মেয়েঃতোমায় দেখার দু'চোখ

যেনো তোমারই দান

বেঁচে আছি বুঝি নিয়ে তোমারই প্রাণ

<<<<<<>>>>>>>

ছেলেঃতোমায় দেখার দু'চোখ

যেনো তোমারই দান

বেঁচে আছি বুঝি নিয়ে তোমারই প্রাণ

মেয়েঃচিরদিনের তরে, ও বন্ধু আমার

বেঁধে রেখো তোমার প্রেমডোরে

<<<<<<<<<>>>>>>

ছেলেঃআমায় দুনিয়া থেকে চুরি করে

তোমার বুকের ভেতর রাখো ভরে

যেনো কেউ জানে না আমি কোথায় আছি

এমন আপন করে নাও মোরে

<<<<<<>>>>>>>>

মেয়েঃআমায় দুনিয়া থেকে চুরি করে

তোমার বুকের ভেতর রাখো ভরে

যেনো কেউ জানে না আমি কোথায় আছি

এমন আপন করে নাও মোরে

更多<>আফরিন<>熱歌

查看全部logo

猜你喜歡