ছেলে,,ও আমি দশ জনারে বইলা যাই
পুরুষ ছাড়া নারীর কোন মূল্য নাই
আমি দশ জনারে বইলা যাই
পুরুষ ছাড়া নারীর কোন মূল্য নাই
কোন মূল্য নাই, কোন মূল্য নাই
মেয়ে,,এই পুরুষে কয়কি ভাই
নারীর সমতুল্য ভবে কিছুই নাই
হায়রে এই পুরুষে কয়কি ভাই
নারীর সমতুল্য ভবে কিছুই নাই
ভবে কিছুই নাই , ভবে কিছুই নাই
ছেলে,,বাবার সন্তান যারা আমার পক্ষে থাকবেন তারা
আমার পক্ষে থাকবেন তারা
মেয়ে,,আমার পক্ষে থাকবেন তারা
মায়ের সন্তান যারা
হায়রে মায়ের সন্তান যারা
ছেলে,,বাবা না থাকিলে সন্তান পাইত কোথায় মায়
হায়রে পাইতো কোথায় মা
মেয়ে,,ঈসা নবী বাবা ছাড়া হয়েছে দুনিয়ায়
হায়রে হইছে দুনিয়ায়
ছেলে,,শেষ পয়গম্বর মা ছাড়া জন্ম লয় সংসারে
হায়রে জন্মালো সংসারে
?New Upload?
? By,,,,,,PORI?
.. LSP.......group
?Do Not Copy Please?
মেয়ে,,ও,ও,ও,ও,ও,ও
মা হাওয়ার দুধ খাইছে আমার শেষ পয়গাম্বরে
ছেলে,,বাবা না থাকিলে মায়ে দু,ধ পাইতো কই
হায়রে দু'ধ পাই তো কই
মেয়ে,,বন্ধ্যা নারী পাইলে তোমায় মাইরা করবো সই
হায়রে মাইরা করবো সই
ছেলে,,হে, তোমার মত একজন নারী রানদে আমার ভাত
হায়রে রানদে আমার ভাত
মেয়ে,,লজ্জা-শরম ছাড়া হায়রে এই পুরুষের জাত
হায়রে এই পুরুষের জাত
ছেলে,,পুরুষেরে ছয়গুণ আমার দিছে মালিকশাই
হায়রে দিছে মালেক শাহ
মেয়ে,,নারীর হলো নয় গুন পুরুষ তোমার জানা নাই
হায়রে তোমার জানা নাই
ছেলে,,হায়রে পুরুষে না করলে বিয়া নারীর নাই উপায়
হায়রে নারীর নাই উপায়
মেয়ে,,নারী একটু মান করিলে ধরে পুরুষ পায়
হায়রে ধরে পুরুষ পায়
****family name *****
?LOVE SINGER PORI?
*****upload by?PORI?
ছেলে,,স্ত্রীর ববেহেশ্ত থাকে স্বামীর পাতলায়
হায়রে স্বামীর পাঁতলায়
মেয়ে,,মক্কা গেলে হবে না হজ দুঃখ পাইলে মায়
হায়রে দুঃখ পাইলে মায়
ছেলে,,বাবা না থাকিলে ভবে আন্ত তোমায় কে
হায়রে অন্ত তোমায় কে
মেয়ে,,ছোট্টবেলা লালন পালন করছে তোমাকে
হায়রে করছে তোমাকে
ছেলে,,নারী দিয়াবাড়ি দিয়া আমি পাও টিপাই
হায়রে আমি পাও টিপাই
মেয়ে,,তোমার মায়ের পাও কি তুমি একদিন টিপ নাই
হায়রে একদিন ঠিক নাই
ছেলে,,মায়ের বড় হয়ে বাবা আছে চিরদিন
হায়রে আছে চিরদিনই
মেয়ে,,কে শুদিতে পারে ভবে মায়ের দুধের ঋণ
হায়রে মায়ের দুধের ঋণ
কি চুপ কইরা আছেন কেন জবাব দেন
আমি দশ জনারে বইলা যাই
মায়ের সমতুল্য ভবে কিছুই নাই
আমি দশ জনারে বইলা যাই
মায়ের সমতুল্য ভবে কিছুই নাই
হায়রে কিছুই নাই, হায়রে কিছুই নাই
?,,,ধন্যবাদ সবাইকে,,, ?