রাত ঘুম নেই আমার চোখে
আছি জেগে এই চন্দ্রালোকে
নীল জোছনায় তুমি কোথায়
বুক ভরা শুধু দুখেরই ক্ষত
বাউলের একতারার মত
এই আমায় শুধু কাঁদায়
নীল বেদনা ঘিরে রয়েছে
আমায় আমায় আমায়
দূর অতীতের দুঃখ ডাকে
আমায় আমায় আমায়
নীল বেদনা ঘিরে রয়েছে
আমায় আমায় আমায়
দূর অতীতের দুঃখ ডাকে
আমায় আমায় আমায়
তুমি এ রাতে কোন সুদূরে
মন তাই মেতে অচেনা সুরে
চেনা আমাকে নিয়ে কাছে
তুমি যেন এক নদীর মত
বলছ আমায় ডেকে কত
আমি তোমাকে ভালবাসি
তবু কেন যে ধূসর আমার এই পৃথিবী
বোবা অশ্রুতে লোনা হয়ে যায় চেতনা
তবু কেন যে ধূসর আমার এই পৃথিবী
বোবা অশ্রুতে লোনা হয়ে যায় চেতনা
নীল বেদনা ঘিরে রয়েছে
আমায় আমায় আমায়
দূর অতীতের দুঃখ ডাকে
আমায় আমায় আমায়
নীল বেদনা ঘিরে রয়েছে
আমায় আমায় আমায়
দূর অতীতের দুঃখ ডাকে
আমায় আমায় আমায়
একাকী একজন এই আমি
স্বপ্নের যত ক্লান্তি আমার
আপন করে বুকে জড়ায়
ক্লান্ত রাজপথ ঘুমাল যখন
তুমিও আমার কবিতা তখন
ধীরে ধীরে জেগে ওঠো
একাকী একজন এই আমি
স্বপ্নের যত ক্লান্তি আমার
আপন করে বুকে জড়ায়