menu-iconlogo
huatong
huatong
avatar

Ami To Aj Bhule Gechi Sobi - আমি তো আজ ভুলে গেছি সবই

Mahamudunnabihuatong
🌙☘️M.𝐉𝐈𝐁𝐎𝐍☘️🅱🅼☘️🎼✨huatong
歌詞
作品
গানের কথাঃ আমি তো আজ ভুলে গেছি সবই...

গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার,

সুরকারঃ আনোয়ার পারভেজ,

মূলশিল্পীঃ মাহমুদুন্নবী,

শ্রেষ্ঠাংশেঃ ওয়াসিম/অলিভিয়া,

চলচ্চিত্রঃ দি রেইন (২৬/০৯/১৯৭৬ইং)

পরিচালকঃ এস,এম,সফি।

---------------------

আমি তো আজ ভুলে গেছি সবই

ঐ চোখে চেয়ে চেয়ে

হয়ে গেছি যেন কবি,

আমি তো আজ ভুলে গেছি সবই..

ঐ চোখে চেয়ে চেয়ে

হয়ে গেছি যেন কবি,

আমি তো আজ ভুলে গেছি সবই...

Music

তোমায় এত রূপবতী

করেছে আমার শিল্পী মন,

তোমার হাসি তোমার চাওয়া

আমার কাছে তাই আপন,

যুগে যুগে তোমারই

এঁকে গেছি কত ছবি,

আমি তো আজ ভুলে গেছি সবই...

ঐ চোখে চেয়ে চেয়ে

হয়ে গেছি যেন কবি,

আমি তো আজ ভুলে গেছি সবই...

Music

কেন রবে আর বন্দিনী

ধূসরমাটির পিঞ্জরে?

জীবন দোলার ছন্দে তুমি

এসো আমার এই ঘরে,

ছড়িয়ে দাও প্রেমেরই

গীতিময় সুরভি,

আমি তো আজ ভুলে গেছি সবই...

ঐ চোখে চেয়ে চেয়ে

হয়ে গেছি যেন কবি,

আমি তো আজ ভুলে গেছি সবই...

ঐ চোখে চেয়ে চেয়ে

হয়ে গেছি যেন কবি,

আমি তো ...

.................

更多Mahamudunnabi熱歌

查看全部logo

猜你喜歡