গানঃকি মায়া লাগাইলা বন্দে
গীতিকারঃসৈয়দ দুলাল
শিল্পীঃ জুঁই
আপলোড করছেন
মামুন(BANGLA FOLK SINGER'S)
CHOICE BY# BEGUM
MUSIC
কিবা যাদু মন্ত্র বইলা
পাগল বানাইলা-
কিবা যাদু মন্ত্র বইলা
পাগল বানাইলা-
কি মায়া লাগাইলারে বন্ধে
কি মা...য়া লাগাইলা
কি মায়া লাগাইলারে বন্ধে
কি মা...য়া লাগাইলা..।।
MUSIC
তারা নিয়ে চন্দ্র খেলে
দূরের আসমানে
ফুল নিয়ে খেলে ভ্রমর
ফুলেরি বাগানে
তোমায় নিয়ে প্রাণে প্রাণে
খেলতে মনে চায়
কি মায়া লাগাইলারে বন্ধে
কি মা...য়া লাগাইলা
কি মায়া লাগাইলারে বন্ধে
কি মা...য়া লাগাইলা
MUSIC
বৃষ্টি নিয়ে বর্ষা খেলা
আষাঢ় শ্রাবণ মাসে
রৌদ্র নিয়ে সকাল খেলে
শিশির ভেজা ঘাসে
তোমায় নিয়ে চাই যে পাশে
দুলিতে দোলনায়
কি মায়া লাগাইলারে বন্ধে
কি মা...য়া লাগাইলা
কি মায়া লাগাইলারে বন্ধে
কি মা...য়া লাগাইলা
MUSIC
ঢেউ রে নিয়া সাগর খেলে
হইয়া উম্মাতাল
নৌকা নিয়া মাঝি খেলে
উড়ায় রঙ্গের পাল
তোমায় নিয়া সৈয়দ দুলাল
পিরিতের গান গায়
কি মায়া লাগাইলারে বন্ধে
কি মা...য়া লাগাইলা
কি মায়া লাগাইলারে বন্ধে
কি মা...য়া লাগাইলা
কিবা যাদু মন্ত্র বইলা
পাগল বানাইলা-
কিবা যাদু মন্ত্র বইলা
পাগল বানাইলা-
কি মায়া লাগাইলারে বন্ধে
কি মা...য়া লাগাইলা
কি মায়া লাগাইলারে বন্ধে
কি মা...য়া লাগাইলা..।।