menu-iconlogo
huatong
huatong
avatar

Sob Dibi Ke Sob Dibi Ke

manisha murali nair/manoj murali nairhuatong
stephie_88huatong
歌詞
作品
সব দিবি কে, সব দিবি কে

সব দিবি পায়, আয় আয় আয়

সব দিবি কে, সব দিবি কে

সব দিবি পায়, আয় আয় আয়

ডাক পড়েছে ওই শোনা যায়

আয় আয় আয়

ডাক পড়েছে ওই শোনা যায়

আয় আয় আয়

সব দিবি কে, সব দিবি কে

সব দিবি পায়, আয় আয় আয়

সব দিবি কে, সব দিবি কে

সব দিবি পায়, আয় আয় আয়

আসবে যে সে স্বর্ণরথে

জাগবি কারা রিক্ত পথে

আসবে যে সে স্বর্ণরথে

জাগবি কারা রিক্ত পথে

পৌষ-রজনী তাহার আশায়

আয় আয় আয়

পৌষ-রজনী তাহার আশায়

আয় আয় আয়

সব দিবি কে, সব দিবি কে

সব দিবি পায়, আয় আয় আয়

সব দিবি কে, সব দিবি কে

সব দিবি পায়, আয় আয় আয়

ক্ষণেক কেবল তাহার খেলা

হায় হায় হায়

তার পরে তার যাবার বেলা

হায় হায় হায়

ক্ষণেক কেবল তাহার খেলা

হায় হায় হায়

তার পরে তার যাবার বেলা

হায় হায় হায়

চলে গেলে জাগবি যবে

ধনরতন বোঝা হবে

চলে গেলে জাগবি যবে

ধনরতন বোঝা হবে

বহন করা হবে যে দায়

আয় আয় আয়

বহন করা হবে যে দায়

আয় আয় আয়

সব দিবি কে, সব দিবি কে

সব দিবি পায়, আয় আয় আয়

সব দিবি কে, সব দিবি কে

সব দিবি পায়, আয় আয় আয়

ডাক পড়েছে ওই শোনা যায়

আয় আয় আয়

ডাক পড়েছে ওই শোনা যায়

আয় আয় আয়

সব দিবি কে, সব দিবি কে

সব দিবি পায়, আয় আয় আয়

সব দিবি কে, সব দিবি কে

সব দিবি পায়, আয় আয় আয়

更多manisha murali nair/manoj murali nair熱歌

查看全部logo

猜你喜歡